শেষ আপডেট: 3rd September 2023 07:11
দ্য ওয়াল ব্যুরো: শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ চলাকালীন খাস কলকাতায় মিলল বেটিং (betting) চক্রের হদিশ। কোনও বাড়িতে নয়, বেটিং চলছিল গাড়ির ভিতরে বসে। আর সেই গাড়ি লুকোনো ছিল একটি বহুতলের বেসমেন্টে। ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ধৃতদের নাম সত্যেন্দ্র যাদব (২৯) এবং সুমিত সিং (৩৩)। দু’জনেই হাওড়ার বাসিন্দা।
এরপর বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে রাতেই ওয়াটারলু স্ট্রিটের একটি বহুতলে হানা দেয় বাহিনী। দেখা যায়, ওই বহুতলের বেসমেন্টে রাখা একটি গাড়ির ভিতরে বসে ছিল দুই জুয়ারি। সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তিনটি মোবাইল। অভিযোগ, ওই মোবাইলগুলির সাহায্যেই বেটিং চক্র পরিচালনা করা হচ্ছিল।
শনিবার এশিয়া কাপের এই হাই ভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে উত্তাল ছিল আসমুদ্র হিমাচল। যদিও বৃষ্টিতে শেষ পর্যন্ত ভেস্তে যায় খেলা। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। কিন্তু এই ম্যাচকেই যে বেটিং কারবারিরা টার্গেট করবে, তা আগেভাগেই বুঝতে পেরেছিল পুলিশ। তাই শুরু থেকেই সতর্কও ছিল তারা।
উল্লেখ্য, চলতি বছরেও কলকাতায় আইপিএল ম্যাচ চলার সময় একের পর এক জুয়ারি, বেটিং চক্রের হদিশ মিলছিল কলকাতায়। প্রতিবারই শহরের নানা প্রান্তের বাড়ি থেকে জুয়ারিরা ধরা পড়ছিল। তাই পুলিশের ধারণা, এবার চোখ এড়াতেই গাড়িতে চলছিল ক্রিকেট বেটিং। যদিও পুলিশের চোখে ধুলো দেওয়ার প্রচেষ্টা সফল হল না বুকিদের। কলকাতা পুলিশের তৎপরতায় ধরা পড়ল দুই জুয়ারি।
ক্রিকেটে হয়নি, হকিতে বাজিমাত! এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারাল ভারত