শেষ আপডেট: 25th January 2025 12:49
দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগরে এক যুবকের বাড়িতে হানা দিয়ে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হল নগদ ৭৪ লক্ষ টাকা। সাইবার প্রতারণার অভিযোগের ভিত্তিতে যুবকের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। তাতেই উদ্ধার হয়েছে টাকা।
একা ওই যুবক নয়, তার দুই সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ। সাইবার প্রতারণা ছাড়াও তাদের বিরুদ্ধে ডিজিটাল গ্রেফতারি নিয়ে অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, কয়েক মাস আগে কলকাতার চারু মার্কেট থানায় ডিজিটাল গ্রেফতারি নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল। ৬৬ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে বলে জানিয়েছিলেন অভিযোগকারী। সেই ঘটনাতেই এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা তিনজনই কৃষ্ণনগরের বাসিন্দা।
গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগরে হানা দিয়েছিল কলকাতা পুলিশ। প্রথমে তারা প্রতাপ রায় নামে এক যুবককে গ্রেফতার করে। তার কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ৮ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এরপর প্রতাপকে জেরা করেই উৎপল সিকদার এবং কুমারেশ হালদার নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। তাঁদের থেকেই সব মিলিয়ে মোট ৭৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে হেফাজতে নেওয়া হয়েছে দুটি ল্যাপটপ এবং দুটি মোবাইল।
ডিজিটাল প্রতারণা বন্ধ করতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে রাজ্য তথ্যপ্রযুক্তি দফতর। সাইবার ফাঁদ থেকে মানুষকে সচেতন করতে বুক লঞ্চ করেছেন দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি জানিয়েছেন, বইয়ে কার্টুনের মাধ্যমে বাচ্চা থেকে বয়স্ক সকলকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত বই লঞ্চ করা হলেও এরপর ডিজিটাল অ্যাপও চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।
গত বছর পুজোর আগেই সাইবার প্রতারণা রুখতে বিশেষ পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র। ‘ডিজিটাল অ্যারেস্ট’ সংক্রান্ত একাধিক অভিযোগ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নতুন কমিটি পরিচালনা করছেন।