অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের উপর হয়ে চলা বিভিন্ন ধরনের নির্যাতন সম্পর্কে সচেতন করা হয়। তাঁদের মনোবল বাড়ানোও লক্ষ্য ছিল আয়োজকদের।
শেষ আপডেট: 15 June 2025 17:20
দ্য ওয়াল ব্যুরো: ১৫ জুন, আজ ‘বিশ্ব বয়স্ক নির্যাতন সচেতনতা দিবস’ (World Elder Abuse Awareness Day) উপলক্ষে কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলের (PTS) অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন ৫৫ জন সদস্য। অনুষ্ঠানটির যৌথ উদ্যোক্তা এসএসকেএম-ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি (IOP–COE: IPGME&R–SSKM) এবং কলকাতা পুলিশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি ছ’জন বয়স্ক নাগরিকদের মধ্যে একজন কোনও না কোনও ধরনের নির্যাতনের শিকার হন। সমাজে তাঁদের উপর ঘটে চলা শারীরিক, মানসিক, আর্থিক ও সামাজিক নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবং তাঁদের অধিকার রক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। অনেক সময়ই এই ধরনের ঘটনা সামনে আসে না।
সেই নীরবতার দেওয়াল ভাঙতে আজ, ১৫ জুন সারা বিশ্বে পালিত হয় ‘বিশ্ব বয়স্ক নির্যাতন সচেতনতা দিবস’ (World Elder Abuse Awareness Day)।
এই অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের উপর হয়ে চলা বিভিন্ন ধরনের নির্যাতন সম্পর্কে সচেতন করা হয়। তাঁদের মনোবল বাড়ানোও লক্ষ্য ছিল আয়োজকদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (IV), স্বাস্থ্য ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ও অন্যান্য বিশেষ কিছু মানুষ।
সাইবার সচেতনতা নিয়েও আলোচনা হয় সেখানে। বয়স্ক নাগরিকদের সামনে অনলাইনে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হয়। এরপর তাঁদের সঙ্গে সরাসরি আলোচনাও হয়।
এসএসকেএম-ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি এবং কলকাতা পুলিশের এই উদ্যোগ মূলত শহরের বয়স্ক মানুষদের সুবিধার্থে একটি বিশেষ পদক্ষেপ।