শেষ আপডেট: 6th April 2023 09:42
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) এবার থেকে পৌঁছে যাব মানুষের 'দুয়ারে'। বুধবার মেয়র পরিষদের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এবার থেকে খোদ পুরসভাই (KMC) পৌঁছে যাবে আপনার বাড়ির দরজায়!
বাড়ির মিউটেশন হোক, বা বাচ্চার জন্মের শংসাপত্র, কিংবা নামের পরিবর্তন ইত্যাদি নানারকম কাজ সারতে গিয়ে বিপাকে পড়তে হয় কলকাতার মানুষকে। কখনও দালাল চক্রের খপ্পরে পড়তে হয় তো কখনও আবার পুরকর্মীদের গড়িমসির জেরে থমকে যায় কাজ। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অভিযোগের সীমা নেই। এবার সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলতে চলেছে।
কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ফিরহাদ হাকিম (Firhad Hakim) শুরু করেছিলেন টক টু মেয়র। যার ফলে প্রতি শনিবার শহরের মানুষ, নিজেদের অভাব অভিযোগ সরাসারি মেয়রকে জানাতে পারেন। তা শুনে সমাধানও করে দেন ফিরহাদ। তবে বহু মানুষ ফোন পান না, বলেও অভিযোগ করেছিলেন।
বুধবার সেই কথা মনে করিয়ে দিয়েই ফিরহাদ হাকিম জানান, এবার মিউটেশন, অ্যাসেসমেন্ট-সহ বিভিন্ন কাজ করার জন্য একাধিক আধিকারিক নিয়োগ করছে পুরসভা। প্রতিটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে যাবেন তাঁরা। খতিয়ে দেখা হবে সমস্ত নথি। তারপরই আটকে থাকা কাজ করে দেওয়া হবে।
শুধু তাই নয়, কলকাতা পুরসভার বিতর্কিত 'ওয়েভার স্কিম' বন্ধ হতে চলেছে! এই স্কিমের ফলে বহু মানুষ কর ফাঁকি দিচ্ছিল বলে অভিযোগ ছিল। যার ফলে পুরসভার রাজস্বে টান পড়ছিল। বুধবার ফিরহাদ হাকিম জানান, কলকাতা পুরসভার ওয়েভার স্কিম ব্যর্থ। এই স্কিমের মাধ্যমে পুরসভার রাজস্ব খাতে যে পরিমাণ কর আসার কথা তা আসছিল না। বরং, অনেকেই এই স্কিমের সুযোগ নিয়ে কর ফাঁকি দিচ্ছিলেন। যা বন্ধ করা প্রয়োজন।
শোভন চট্টোপাধ্যায় যখন মেয়র ছিলেন, তখন এই পরিষেবা শুরু হয়েছিল। কিন্তু এই স্কিম এবার বন্ধ করছে পুরসভা। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এই স্কিম। তারপরই তা বন্ধ হয়ে যাবে।
সত্যজিতের তোলা অদেখা ছবি, ব্যবহৃত জিনিসপত্রের প্রদর্শনী বিদেশের চলচ্চিত্র উৎসবে