শেষ আপডেট: 24th September 2023 12:51
দ্য ওয়াল ব্যুরো: যাত্রীদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যকে বরাবরই অগ্রাধিকার দিয়েছে কলকাতা মেট্রো (Kolkata metro)। পুজোর আগে মেট্রো রেলের সুরক্ষা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র করতে তাই তৎপর কর্তৃপক্ষ। মেট্রো রলাইনে কিংবা টানেলের ভেতর যান্ত্রিক ত্রুটি বা অন্য সমস্যার ক্ষেত্রে আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে যাত্রীদের দ্রুত ও নির্বিঘ্নে কামরা থেকে বের করে আনা যাবে, তার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং মেট্রোরেলের যৌথ উদ্যোগে একটি মহড়া চলল শনিবার (metro mock drill)।
মক ড্রিলের জন্য বেছে নেওয়া হয়েছিল শনিবারের রাত। যাত্রীবাহী মেট্রো চলাচলের স্বাভাবিক সময়সীমা শেষ হওয়ার পর বেলগাছিয়া এবং শ্যামবাজার স্টেশনের মাঝখানে মেট্রো টানেলে এই মহড়ার আয়োজন করা হয়েছিল। মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের তরফে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সুড়ঙ্গের ভিতর রাসায়নিক বিপর্যয় কিংবা এই জাতীয় অন্য কোনও আপৎকালীন পরিস্থিতির মোকাবিলা এবং যাত্রীরা আঘাত পেলে তা মোকাবিলার প্রস্তুতি কেমন, সেটাই খতিয়ে দেখা হয়েছে এদিনের মক ড্রিলে।
টানেলের ভিতর কিংবা স্টেশনে চলন্ত মেট্রোরেলে রাসায়নিক বিপর্যয়ের ক্ষেত্রে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এবং জরুরী ভিত্তিতে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করতে হবে তা হাতে-কলমে মেট্রো কর্মীদের শিখিয়েছেন এনডিআরএফের (NDRF) প্রশিক্ষকরা। এই মক ড্রিলের উদ্দেশ্য ছিল, বিপদে পড়লে কত দ্রুত যাত্রীদের বের করে আনা যায়, তা পরীক্ষা করা।
এই প্রথমবার নয়। বস্তুত, এমন মক ড্রিল প্রায়ই হয়ে থাকে কলকাতা মেট্রোয়। টানেলের ভিতর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষের তরফে নিয়মিত এমন মহড়ার আয়োজন করা হয়।
শ্মশানেও শান্তি নেই, মদ খাওয়ার প্রতিবাদ করায় ডোমকে বেধড়ক মারধর!