শেষ আপডেট: 2nd December 2023 07:28
দ্য ওয়াল ব্যুরো: বেশি নয়, মাত্র তিন লক্ষ টাকা দিলেই মিলবে চাকরি। তাও আবার আলিপুর জেল মিউজিয়ামে। সেই ফাঁদে পা দিয়ে টাকা দেওয়ার পর নিয়োগপত্রও পাওয়া গিয়েছিল। কিন্তু চাকরিতে যোগদান করতে গিয়েই ভুল ভাঙল। জানা গেল, নিয়োগপত্রে কলকাতার মেয়র তথা বাংলার পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের যে সই ছিল, সেটি নকল! মন্ত্রীর সই নকল করে প্রতারণার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ধৃতের নাম প্রভাকর নায়েক। সে ভারতীয় জাদুঘরের চতুর্থ শ্রেণির কর্মী। পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগেই কলকাতা বন্দর এলাকার এক যুবক একটি নিয়োগপত্র হাতে করে আলিপুর জেল মিউজিয়ামে যান। কিন্তু মিউজিয়াম কর্তৃপক্ষ সেই নিয়োগপত্র দেখে তাঁকে সাফ জানিয়ে দেয়, সেটি ভুয়ো। আরও জানা যায়, তাতে পুরমন্ত্রী ববি হাকিমের যে সই ছিল সেটি নকল। এরপর মিউজিয়াম কর্তৃপক্ষের তরফেই বিষয়টি ববি হাকিমের গোচরে আনা হয়। মন্ত্রীর নির্দেশই ঘটনার তদন্ত শুরু করে আলিপুর থানা।
তাতেই প্রভাকর নায়েকের নাম উঠে আসে। গত বৃহস্পতিবার রাতে মিউজিয়াম থেকেই গ্রেফতার করা হয় ভারতীয় জাদুঘরের ওই কর্মীকে। তার বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, সই নকল সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আলিপুর আদালত প্রভাকরকে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চাকরি বিক্রি এবং সই নকলের এই চক্রে আর কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করতে তৎপর পুলিশ।
এই প্রথমবার নয়, এর আগেও কলকাতার মেয়রের সই, এমনকী, সিল পর্যন্ত জাল করে টাকার বিনিময়ে পুরসভার চাকরি বিক্রির ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেই ঘটনায় লক্ষ লক্ষ টাকার প্রতারণা চক্রের খোঁজ পেয়েছিল নিউ মার্কেট থানার পুলিশ।