শেষ আপডেট: 26th July 2024 21:57
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সংশোধনাগারগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে কমিটি গঠন করে জেলাশাসক ও পুলিশ সুপারদের বৈঠকে বসতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশকে যথারীতি বুড়ো আঙুল দেখিয়েছে কলকাতা-সহ একাধিক জেলা। জেলের পরিস্থিতি কিছুই বদলায়নি।
এই নিয়ে রীতিমত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ ফের নির্দেশ দিয়েছে, এখন থেকে জেলাভিত্তিক ওই কমিটির বৈঠকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের। পাশাপাশি, এদিন সংশোধনাগারগুলিতে মহিলা বন্দিদের জন্য পর্যাপ্ত শৌচালয় ও ওই সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে আদালত।
সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, বাংলার প্রতি জেলায় একটি করে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের সংশোধনাগারগুলির পরিস্থিতি দেখভাল করার কথা ছিল ওই কমিটির। কমিটি গঠনের পর অবিলম্বে তাঁদের বৈঠকে বসারও নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু এদিন রাজ্যের তরফে যে রিপোর্ট জমা পড়েছে, তাতে দেখা যায়, কলকাতা, পূর্ব বর্ধমান-সহ একাধিক জেলায় ওই বৈঠক হলেও তাতে উপস্থিতই ছিলেন না জেলাশাসক, কমিশনার, পুলিশ সুপাররা।
এই রিপোর্ট দেখেই রেগে যান বিচারপতি বাগচী। তিনি বলেন, ‘প্রতিনিধি পাঠিয়েই দায়িত্ব সেরে ফেলেছেন! আদালত বলার পরেও জেলাশাসক ও পুলিশ সুপাররা বৈঠকে যোগ দেওয়ার প্রয়োজন মনে করলেন না? তাঁরা কী এতই ব্যস্ত? অনলাইনেও তো আসতে পারতেন।’
এর পরেই ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ গেয়, এখন থেকে প্রতিটি বৈঠকে জেলা শাসক ও পুলিশ সুপারদের উপস্থিতি বাধ্যতামূলক। সশরীরে বা অনলাইনে তাদের বৈঠকে যোগ দিতেই হবে।