শেষ আপডেট: 25th August 2022 11:01
দ্য ওয়াল ব্যুরো: আইনি রক্ষাকবচ চেয়ে মাসখানেক আগেই কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) দ্বারস্থ হয়েছিলেন ইউটিউবার (Youtuber) রোদ্দুর রায় (Roddur Roy)। সেই মামলাই এবার খারিজ (dismiss) করে দিলেন বিচারপতি (Judge) শম্পা সরকার। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন, রোদ্দুর রায়ের করা ভিডিও পুরোটা দেখার মানসিকতা তাঁর ছিল না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর ভিডিও রেকর্ড করে আগেই গ্রেফতার হয়েছিলেন রোদ্দুর ওরফে অনির্বাণ রায়। সেই মামলায় শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পর পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ তুলে উচ্চ আদালতে মামলা করেছিলেন তিনি। এদিন সেই মামলারই শুনানি ছিল। সরকার পক্ষের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বারবার রোদ্দুরকে অনির্বাণ নামে সম্বোধন করায় তাঁকে চিনতেই পারেননি বিচারপতি। তিনি প্রশ্ন করেন, কে এই অনির্বাণ রায়? তার উত্তরে অমিতেশবাবু জানান, রোদ্দুর রায়ই অনির্বাণ রায়। তখন বিচারপতি শম্পা সরকার জানতে চান, উনি কি সাংবাদিক? উত্তরে অমিতেশবাবু বলেন, উনি ইউটিউবার।
এরপর অমিতেশবাবু বিচারপতি শম্পা সরকারকে পাল্টা প্রশ্ন করেন, 'আপনি কি ভিডিওটি দেখেছেন?' উত্তরে মাননীয়া বিচারপতি জানান, কিছুটা দেখেছেন তিনি। তিনি আরও জানান, পুরো ভিডিওটি তিনি দেখেননি। পুরো ভিডিওটি দেখার মতো মানসিকতা তাঁর ছিল না বলে স্পষ্ট জানান শম্পা সরকার।
এদিন রোদ্দুর রায়ের পক্ষের আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। তারপরেই বিতর্কিত ইউটিউবারের দায়ের করা মামলা খারিজ করে দেন বিচারপতি শম্পা সরকার।
রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে গেলেন রোদ্দুর রায়, পুলিশের বিরুদ্ধে অতি-সক্রিয়তার অভিযোগ