দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল।
শেষ আপডেট: 29th August 2024 13:11
দ্য ওয়াল ব্যুরো: ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির ট্রেলার বেরিয়েছিল সেই এক বছর আগে। ট্রেলার দেখেই গোটা বাংলায় বিতর্কের ঝড় উঠেছিল, বলা হয়েছিল, অশান্তি তৈরির ইন্ধন জোগানো এই ছবি মুক্তি না পাওয়াই ভাল। এমনকি পরিচালককে বাংলার সম্মানকে ক্ষুন্ন করার অভিযোগে আইনি নোটিসও পাঠিয়েছিল রাজ্য পুলিশ। মামলা গড়িয়েছিল কোর্টে। সম্প্রতি, ফের সামনে আসে সেই ট্রেলার। জানা গেছে, ছবি মুক্তির কথা রয়েছে ৩০ অগস্ট।
এবার ফের এই ছবির মুক্তির স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন রাজীব কুমার ঝা। দাবি করেছিলেন, 'ডায়েরি অফ ওয়েস্টবেঙ্গল' নামের এই সিনেমা এই পরিস্থিতিতে দেখানো হলে সাম্প্রদায়িক সমস্যা হতে পারে। অবিলম্বে এই সিনেমাটি বন্ধ করার আবেদন করেন তিনি।
আজ সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ছবি মুক্তিতে কোনও বাধা নেই। তিন সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।
আবেদনকারী রাজীব কুমার ঝা-এর আইনজীবী জয় সাহা এদিন আদালতে সওয়াল করেন, সম্প্রতি ট্রেলার লঞ্চ হয়ছে 'ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল'-এর। এই সিনেমাটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। এখানে মুখ্যমন্ত্রী সম্পর্কে বেশ কিছু কথা বলা আছে, যা আইন ভঙ্গের আওতায় পড়ে।
এর উত্তরে প্রধান বিচারপতি সটান বলেন, 'আপনার ইচ্ছে হলে দেখুন না হলে দেখবেন না। এটা গণতান্ত্রিক দেশ, একটা সিনেমা বানানোর পরে তা চেক করে দেখার জন্য নির্দিষ্ট কমিটি আছে। তারা যখন অনুমতি দিয়েছে, তাতে অসুবিধা কোথায়?'
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম আরও বলেন, 'এই ধরনের জনস্বার্থ মামলা আমাদের কাছে উপচে পড়ছে। গতকালই এই ধরনের বিষয়ে একজনকে সতর্ক করেছি। এসব বাদ দিয়ে অনেক সিরিয়াস ইস্যু রয়েছে। এ রাজ্যের মানুষ অনেক সহনশীল। তাঁদের বিবেচনার ওপর ছেড়ে দিন।'
সিনেমার ট্রেলারের শুরুতেই সুহাসিনী ভট্টাচার্য নামের এক বাঙালি হিন্দু মহিলাকে দেখা যায় রক্তাক্ত অবস্থায়। তার পরেই এক মুসলিম নেতাকে ভাষণে বলতে শোনা যায়, আমরা জলদিই পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার অর্ধেক হব। সুহাসিনীকে বলতে শোনা গেছে, ২০০০ টাকা দিলেই নাগরিকত্ব পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে। এর পরে নীল-সাদা শাড়ি পরা এক মহিলাকে বলতে শোনা যায়, রোহিঙ্গা বাংলাদেশীদের নাগরিকত্ব দেওয়া যাবে এ রাজ্যে। পুরো সিনেমার ট্রেলার জুড়়েই রীতিমতো অত্যাচার চালাতে দেখানো হয়েছে মুসলমানদের। হিন্দু বস্তিতে ঢুকে সেখানকার পুরুষদের খুন, মহিলাদের উপর শারীরিক নির্যাতনও দেখানো হয়েছে।
দেখুন সেই ট্রেলার।
আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় এমনিতেই অশান্ত গোটা রাজ্য। সেই পরিস্থিতিতে এমন ছবি মুক্তি পেলে তাতে অশান্তি বাড়তে পারে বলেই মনে করছে একাংশ।