Date : 19th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Dilip Ghosh: জল্পনার অবসান! একুশে জুলাই শহিদ স্মরণে সভা করবেন দিলীপ ঘোষওব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম নদীবাঁধ তৈরির কাজ শুরু করল চীন, জলসংকটের আশঙ্কায় উদ্বিগ্ন ভারত!পাটনা হাসপাতাল গুলিকাণ্ড: আনন্দপুর থেকে আটক আরও ৫ জন, পুলিশে জালে মোট ১০'বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিলে হাত মুচড়ে ভেঙে দেব', বিজেপিকে হুঁশিয়ারি মদন মিত্ররআইআইএম জোকা ধর্ষণকাণ্ড: অভিযুক্ত ছাত্রকে জামিন দিল আলিপুর আদালত২১ জুলাইয়ের ৪৮ ঘণ্টা আগে অনুব্রতর জেলায় তৃণমূল নেতা খুন, হিংসা থামার নাম নেইব্যস্ত রাস্তায় বন্ধুর সঙ্গে রেস! গুজরাতের পুলিশ অফিসারের ছেলের গাড়ির ধাক্কায় মৃত্যু ২ পথচারীর‘মোদীজি, তাহলে সত্যিটা কী?’ ট্রাম্পের ‘৫ যুদ্ধবিমান ধ্বংসের’ মন্তব্য ঘিরে প্রশ্ন রাহুলেরপদ্মায় জল বাড়তেই আতঙ্ক মুর্শিদাবাদের তারানগরে'চণ্ডালিকা' নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা শংকর
Kolkata High Court

খড়্গপুরে প্রহৃত বামনেতা, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মামলার অনুমতি দিল হাইকোর্ট

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগামী মঙ্গলবার বা বুধবার এই মামলার শুনানি হতে পারে। কিন্তু বেবি কোলে পাল্টা কী অভিযোগ করেছেন অনিল দাসের বিরুদ্ধে?

খড়্গপুরে প্রহৃত বামনেতা, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মামলার অনুমতি দিল হাইকোর্ট

প্রহৃত বাম নেতা ও অভিযুক্ত তৃণমূল নেত্রী

শেষ আপডেট: 4 July 2025 08:05

দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুরে (Kharagpur) রাস্তায় ফেলে প্রবীণ বাম নেতা অনিল দাসকে (Anil Das) প্রকাশ্যে কিল-চড়-ঘুষি মারার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলের (Baby Kole) বিরুদ্ধে। এই ঘটনায় তাঁকে শোকজ করেছিল দল এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ আটকও করে। কিন্তু এখনও পর্যন্ত বেবির বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না হওয়ায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন প্রহৃত বাম নেতা। এবার তাঁকে মামলা দায়েরের অনুমতি দিল উচ্চ আদালত। আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা ।

ঘটনার তিনদিন কেটে গেছে, কিন্তু পুলিশ এখনও পদক্ষেপ করেনি — এই অভিযোগ তুলেই মূলত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনিল দাস। তাঁর বক্তব্য, ''পুলিশের ওপরে ভরসা রাখতে পারছি না। তারা চুপ। তাই হাইকোর্টে মামলা করলাম। বিচারব্যবস্থার উপর আস্থা আছে। ন্যায়বিচার নিশ্চয়ই মিলবে।'' অনিলের ছেলে বলেন, ''পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না, এটা এখন স্পষ্ট। এদিকে বাবার বিরুদ্ধে পাল্টা ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে।''

সূত্রের খবর, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগামী মঙ্গলবার বা বুধবার এই মামলার শুনানি হতে পারে। কিন্তু বেবি কোলে পাল্টা কী অভিযোগ করেছেন অনিল দাসের বিরুদ্ধে?

তাঁর দাবি, আর্থিক প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক অভিযোগ রয়েছে অনিল দাসের বিরুদ্ধে। তিনি পুলিশকে জানিয়েছেন, কয়েকজনের থেকে চাকরি দেওয়ার নাম করে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন অনিল দাস। চাকরি দেওয়ার কথা বলায় ওই মহিলাদের সঙ্গে অনিল বারবার অশালীন ব্যবহারও করেন। কিন্তু এতদিনে কেন তিনি কোনও অভিযোগ দায়ের করেননি, সেই প্রশ্ন উঠেছে।

ঘটনার সূত্রপাত একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে। এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অনিল দাস। তার জেরেই তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি। শুধু মারধরই নয়, তাঁকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ।


ভিডিও স্টোরি