শেষ আপডেট: 6th March 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো: ওবিসি সংরক্ষণ (OBC Certificate) সংক্রান্ত হাইকোর্টের (High Court) নির্দেশ কার্যকর করায় রাজ্যের 'অনিচ্ছা' ও 'উদাসীনতায়' চরম ক্ষুব্ধ হাইকোর্ট। আর তাই, গত বছর ২২ মে দেওয়া ওই সংক্রান্ত নির্দেশ কার্যকরের ক্ষেত্রে গাফিলতিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করল কলকাতা (Kolkata) হাইকোর্ট।
১২ ম্যাচ দুপুর দুটোয় মামলার শুনানিতে রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়ালি আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। ইতিমধ্যে হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সেখানে এই রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়নি। এখনও সেখানে চূড়ান্ত শুনানি চলছে। তারপরেও কেন হাইকোর্টের নির্দেশ কার্যকরে অনীহা তাই নিয়ে ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চ।
সুপ্রিম কোর্টে মূল মামলাটি বিচারাধীন থাকলেও ৬ জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানায়, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না।
বস্তুত, গত বছর হাইকোর্টের রায়ে জানানো হয়েছিল, ওবিসি তালিকা পুরোপুরি আইন মেনে তৈরি করা হয়নি। নির্দিষ্ট সমীক্ষা না করেই, নির্দিষ্ট তথ্য ছাড়াই কারা ওবিসি, তা ঘোষণা করা হয়েছে। ২০১০ সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে, তা ১৯৯৩ সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী।