শেষ আপডেট: 31st March 2022 11:25
দ্য ওয়াল ব্যুরো: 'ভাড়া কত দিতে হবে?', গন্তব্যস্থলে পৌঁছে অনলাইনে পেমেন্ট করার জন্য মোবাইল বার করেছিলেন যাত্রী। কিন্তু যাত্রীর কথায় কর্ণপাত না করেই মোবাইল কেড়ে নেয় ক্যাব ড্রাইভার (Kolkata Cab)। তারপর? নিজের ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে চম্পট দেয় ড্রাইভার!
ঘটনাটি ঘটেছে খোদ কলকাতার ল্যান্সডাউন এলাকায়। ফের শহরের বুকে অস্বস্তিতে পড়ল ভিন রাজ্যের এক পড়ুয়া। কেরল থেকে বন্ধুর কাছে আসা এক পড়ুয়ার থেকে জবরদস্তি অতিরিক্ত ভাড়া নিয়ে চম্পট দিল এক ক্যাব ড্রাইভার! খবর যায় রবীন্দ্র সরোবর পুলিশ (Kolkata Police) স্টেশনে।
অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। জানা যায়, অভিযোগকারী কেরলের বাসিন্দা। কলকাতায় প্রথম আসেন। ল্যান্সডাউনে এক বন্ধুর বাড়িতে আসার জন্য ক্যাব ভাড়া করেন তিনি। গন্তব্যে পৌঁছে ভাড়া দেওয়ার সময় তাঁর ফোন কেড়ে নেয় ক্যাব ড্রাইভার। সেখান থেকেই সাড়ে তিন হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
রবীন্দ্র সরোবর থানার পুলিশ ইন্সপেক্টর সত্যজিৎ কর্মকার ও সাব ইন্সপেক্টর সঞ্জীব চক্রবর্তী তদন্তে নেমে প্রথমেই ওই ক্যাবটি ট্র্যাক করেন। যেহেতু অনলাইনে বুকিং করা হয়েছিল তাই গাড়ির নম্বর সেখান থেকেই মিলে গিয়েছিল। সেখান থেকেই গাড়ির খোঁজ পেয়ে অপরাধীকে আটক করে পুলিশ। অতিরিক্ত ভাড়া আদায় করা হয় তার কাছ থেকে। কলকাতা পুলিশের তৎপরতায় খুশি ওই পড়ুয়া।
এনসিবির আবেদন মঞ্জুর! শাহরুখ পুত্রের মামলায় চার্জশিট পেশে দু'মাস সময় দিল আদালত