Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Safest City of India

কলকাতা সবচেয়ে নিরাপদ, নিজের রেকর্ড নিজেই ভাঙছে: শশী

সোমবার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি ২০২২ সালে দেশে কত অপরাধ ঘটেছে, কোন রাজ্যে কত এফআইআর দায়ের হয়েছে তার পরিসংখ্যান প্রকাশ করেছে।

কলকাতা সবচেয়ে নিরাপদ, নিজের রেকর্ড নিজেই ভাঙছে: শশী

শেষ আপডেট: 5 December 2023 09:17

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়েছে। সোমবার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি ২০২২ সালে দেশে কত অপরাধ ঘটেছে, কোন রাজ্যে কত এফআইআর দায়ের হয়েছে তার পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে পরপর তিন বছর নিরাপদ শহরের মুকুট পেয়েছে কলকাতা। মঙ্গলবার এই নিয়ে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, 'কলকাতায় অপরাধের সংখ্যা কমছে। নিজের রেকর্ড শোধরাচ্ছে।'

এনসিআরবির রিপোর্ট বলছে, প্রতি লক্ষ জনসংখ্যার মধ্যে দেশের বাকি শহরের তুলনায় কলকাতায় সব থেকে কম অপরাধের ঘটনা ঘটেছে। ২০২১ সালে প্রতি লক্ষ জনসংখ্যার বিচারে অপরাধের হার ছিল ১০৩.৪। ২০২২ সালে সেই সংখ্যা আরও কমেছে। সোমবারের রিপোর্টে প্রতি ১ লক্ষ জনসংখ্যার নিরিখে হার ৮৬.৫। 

এই প্রশ্নে শশী বলেন, 'কলকাতা সব থেকে নিরাপদ শহর। অপরাধের সংখ্যাটা কমেছে। কলকাতা নিজস্ব রেকর্ড শোধরাছে। রাজনৈতিকভাবে যারা তৃণমূলের বিরোধিতা করছে এবং কলকাতাকে কালিমালিপ্ত করছে, তাদের বলি এই পরিসংখ্যান দেখার জন্য।'

এদিন শশী দিল্লির প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, মহিলারা যেখানেই আক্রান্ত হোক না কেন সেটা হওয়া উচিত নয়। মহিলাদের সেই পরিবেশ  দিতে হবে যাতে তাঁরা সুষ্ঠু ও নিরাপদভাবে রাতেও কাজ করতে পারে।  একটা সিস্টেমই মানুষকে আস্থা দিতে পারে। কিন্তু দিল্লিতে সেটা হয়নি। বহু বছর ধরেই দিল্লিতে সবচেয়ে বেশি মহিলারা আক্রান্ত হচ্ছেন।

রাজ্যের মন্ত্রী আরও বলেন, 'যারা বৌ-বেটি নিয়ে বহু কিছু বলে, অনেক প্রকল্পের কথা বলে। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার,কন্যাশ্রীকে কটাক্ষ করত তারাই নির্বাচনের সময় বুঝেছে মহিলাদের সম্মান দেওয়া, পাশে থাকা উচিত। তার ফলও পেয়েছে। দিল্লির আইনশৃঙ্খলা দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর জবাব তো তাদের দিতে হবে।'   

২০২০, ২০২১ ও ২০২২ পরপর তিনবছর এনসিআরবির রিপোর্টে নিরাপদ শহর হিসেবে উঠে এসেছে কলকাতার নাম। শশীর কথায়, নারী সুরক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভাল জায়গায় কলকাতা। উত্তরপ্রদেশে বুলডোজার চলল তবুও অপরাধ কমল না। একশ দিনের কাজের ক্ষেত্রে সবচেয়ে ভাল কাজ করেছে বাংলা, কিন্তু সেই টাকা আটকে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যারা মেয়েদের নিয়ে প্রকল্পের কথা বলে, তাদের এটা দেখা উচিত।

প্রথম স্থানে থাকা কলকাতার পর দ্বিতীয় সেরা নিরাপদ শহর পুণে। সেখানে প্রতি ১ লক্ষ জনসংখ্যার নিরিখে অপরাধের হার ২৮০.৭। এরপরেই অবশ্য রয়েছে হায়দরাবাদ এবং চেন্নাই। সেখানে প্রতি ১ লক্ষ জনসংখ্যার নিরিখে বিবেচনাযোগ্য অপরাধের পরিমাণ যথাক্রমে ২৯৯.২ এবং ৪৫০.১। দেশের শহরগুলির মধ্যে 'মহিলাদের জন্য মোটেই নিরাপদ নয়' এমন শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী দিল্লিই।


ভিডিও স্টোরি