শেষ আপডেট: 5th December 2023 11:28
দ্য ওয়াল ব্যুরো: সোমবার দিনভর চেন্নাইয়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। এবার দ্রুত এগিয়ে চলেছে অন্ধ্রপ্রদেশের দিকে। মঙ্গলবার সকালেই অন্ধ্র উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়তে পারে মিগজাউম। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার বাতাসে প্রবেশ করেছে প্রচুর জলীয় বাষ্প। আকাশে দেখা গিয়েছে ধূসর মেঘ। আজ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। তবে শীতের আমেজ আপাতত উধাও।
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। তবে এই ঘূর্ণিঝড় থেকে বাংলার ভাগ্যে জুটবে মেঘলা আকাশ আর শুধুই বৃষ্টি। মঙ্গলবার থেকে দিনভর জেলায় জেলায় থাকবে মেঘলা আকাশ। শীতের দেখা নেই বললেই চলে। বেড়ে গিয়েছে রাতের তাপমাত্রাও। বর্তমানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৭ ডিগ্রি উপরে।
আবহাওয়াবিদদের অনুমান, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও মছলিপত্তনামের মাঝামাঝি বাপাটলা উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে। সেই সময় শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগ হতে পারে। মায়ানমারের দেওয়া নামের এই ঘূর্ণিঝড় আপাতত শক্তি বাড়িয়ে উত্তর দিকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে এগোচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে যা আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। মঙ্গলবার দুপুরের মধ্যে ঢুকে যাবে স্থলভাগে।
এদিকে বাংলায় শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠছে ঘূর্ণিঝড়। খানিকটা শীত পড়তে না পড়তেই থমকে গিয়েছে। তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার থেকে পারদ নামতে পারে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৩ থেকে ৮৭ শতাংশ।
মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার ১১ টি জেলায়। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি পূর্ব বর্ধমান, নদীয়া এবং কলকাতা জেলায়। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হওয়া হতে পারে। তবে মৎস্যজীবীদের জন্য বাংলা উপকূলে এখনও কোন সতর্কবার্তা নেই।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও চার-পাঁচ দিন শুকনো আবহাওয়া থাকবে। উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।