শেষ আপডেট: 14th September 2023 18:44
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কলকাতা তথা বাংলা ফুটবলের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। মহানগরীর বুকে গড়ে উঠতে চলেছে লা লিগা ফুটবল একাডেমি। বৃহস্পতিবার এই মর্মে লা লিগার সঙ্গে মউ স্বাক্ষর করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তবে শুধু ফুটবলই নয়, জুড়তে চলেছে দুই দেশের বইমেলাও। এই একই দিনে মাদ্রিদ বইমেলার সঙ্গেও মউ স্বাক্ষরিত হয়েছে কলকাতা বইমেলার আয়োজকদের (Kolkata and Madrid book fair mou)।
১৪ সেপ্টেম্বর স্পেনের মাদ্রিদ বইমেলার সঙ্গে প্রচার এবং ব্যবসা বাড়ানোর লক্ষ্যে কলকাতা বইমেলার (Kolkata book fair) আয়োজক দ্য পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বইমেলার প্রচার এবং বিপণনের পাশাপাশি বই সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচার এবং দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে এই চুক্তির মাধ্যমে।
পাঠক তো বটেই, তার পাশাপাশি উভয় দেশেরই বই প্রকাশকদের জন্যও একটি সুবিস্তৃত প্ল্যাটফর্ম প্রদান করবে এই চুক্তি। এই মউয়ের ফলে বই প্রকাশকদের প্রতিনিধি দলের সংগঠনের দুই সংস্থা পারস্পরিক সহযোগিতা করবে। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে যৌথভাবে কাজ করবে তারা। পরস্পরকে উৎসাহ দেওয়ার পাশাপাশি বই পড়ার অভ্যেস আরও বাড়ানো এবং জনপ্রিয় করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করবে তারা।
কলকাতায় লা লিগা আকাডেমি হবে, বাংলাতেও মেসি-রোনাল্ডো তৈরি করুন, হ্যাভিয়ারকে মমতা