শেষ আপডেট: 18th July 2021 06:14
দ্য ওয়াল ব্যুরো: বিমানে রাখা আছে বোমা। এই খবরে আতঙ্ক কলকাতা বিমানবন্দরে। জারি করা হয় সতর্কতা। জানা গেছে, রবিবার সকালে মিলিটারি লিয়াঁজ ইউনিট কলকাতা বিমানবন্দরকে জানায়, দুবাই থেকে কলকাতাগামী বিমানে বোমা রয়েছে। ওই সময়ই বিমানটির কলকাতা বিমানবন্দরে আসার কথা। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এই বার্তা আসার কিছু আগেই বিমানটি বিমানবন্দরে অবতরণ করে। তখন ৮টা ১০ মিনিট। বার্তাটি পেয়েই বম্ব স্কোয়ার্ড বাহিনীর সদস্যরা নেমে পড়েন। তবে তল্লাশি চালিয়েও কিছুই মেলেনি। ৮.৪০ মিনিট নাগাদ ফিরে যাওয়ার কথ ছিল ওই বিমানের। কিন্তু অনভিপ্রেত পরিস্থিতির জন্য বিমানটিকে কলকাতা বিমানবন্দরেই রাখা হয়। খতিয়ে দেখা হয় বিমানের সমস্ত অংশ। আচমকা নিরাপত্তারক্ষীদের তৎপরতা দেখে আতঙ্ক ছড়ায় সাধারণ যাত্রীদের মধ্যেও। তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। জারি করা হয়, কড়া সতর্কতা। নাকা চেকিং ও পুলিশি টহলদারি চলে। ওই বার্তাটি খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কড়া নজরদারি চালানো হচ্ছে বিমানবন্দর জুড়ে।