শেষ আপডেট: 16th March 2022 08:24
Kolkata Accident: ক্যাবে বসে ভিডিও কলে ব্যস্ত যাত্রী! চালক অন্যমনস্ক হতেই দুর্ঘটনা মা উড়ালপুলে
দ্য ওয়াল ব্যুরো: ভিডিও কলে কথা বলছিল ক্যাবে বসে থাকা যাত্রীরা। তাঁরা বেশ আনন্দের সঙ্গেই, জোরে জোরে কথা বলে রাতের শহরের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিলেন ভিডিও কলে। এর জেরেই চালক অন্যমনস্ক হয়ে পড়েন ধাক্কা মারেন আর একটি ক্যাবকে। রবিবার রাতে এমনই এক দুর্ঘটনা (Kolkata Accident) ঘটেছিল মা ফ্লাইওভারের ওপর।
এখানেই শেষ নয়। রবিবার রাত ১১:৩০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটার পরে যখন দুই ড্রাইভার নিজেদের মধ্যে কথা বলছিলেন, তখন আরও একটি ক্যাব অর্থাৎ তৃতীয় গাড়ি এসে ধাক্কা মারে দ্বিতীয় অ্যাপ ক্যাবটিকে। মোট দুটো দুর্ঘটনা পরপর (Kolkata Accident)! এই ঘটনার জেরে সাময়িক সময়ের জন্য মা উড়ালপুলের ওপর যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
এর পরে ঘটনাস্থলে ময়দান থানার পুলিশ আসে। তিন জন চালককেই গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা ঘটানো প্রথম ক্যাবটিতে চড়ে তিন বন্ধু রাতের শহর দেখতে বেরিয়েছিলেন। কিছুক্ষণ পরেই তাঁরা চালককে গাড়ির গতি বাড়াতে বলেন। চালকের কথায়, যখন গাড়িটি ব্রিজের ওপর ছিল তখন ওই তিন যাত্রী কাউকে ভিডিও কল করেন এবং নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করতে থাকেন। যার ফলে চালকের মনসংযোগ নষ্ট হয়ে যায়, দুর্ঘটনা (Kolkata Accident) ঘটে।
লালবাজার সূত্রে খবর, মা উড়ালপুলে শীঘ্রই একটি অত্যাধুনিক ক্যামেরা বসতে চলেছে যার মাধ্যমে কন্ট্রোল রুমের কাছে খবর যাবে, যদি কোনও গাড়ি দাঁড়িয়ে থাকে ব্রিজের ওপর। এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।
কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সিবিআই