শেষ আপডেট: 10th March 2025 12:50
দ্য ওয়াল ব্যুরো: বাবা, মায়ের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল সাত বছরের শিশু। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার জন্য দাঁড়িয়ে ছিল ফুটপাথের পাশে। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ সেই ফুটপাথে উঠে শিশুকে ধাক্কা মারল বেপরোয়া বাইক (Bike Accident)!
ওই শিশু এবং বাইক আরোহী দুজনের শারীরিক অবস্থায় আশঙ্কাজনক। বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কসবা শীতলামন্দির মোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়ছেন, রুবির দিক থেকে ১০০ কিমি বেগে ধেয়ে আসা বেপরোয়া স্পোর্টস বাইকটি প্রথমে ধাক্কা মারে রাস্তার ব্যারিকেডে। সোজা উঠে যায় ফুটপাথে। সজোরে ধাক্কা মারে ফুটপাথে দাঁড়িয়ে থাকা শিশুটিকে। এরপর ৫০ মিটার দূরে বাইকটি ছিটকে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে ছিটকে পড়ে শিশুটি। ঘাড়ে চোট পেয়েছে বলে খবর। বাইক চালক ছিটকে একটি জেনারেটার গাড়ির পাশে ছিটকে পড়েন।
স্থানীয়রাই তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সাম্প্রতিক অতীতে শহরে একাধিক দুর্ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই বেপরোয়া চালকদের জন্য দুর্ঘটনা বাড়ছে বলে মত শহরবাসীর।