শেষ আপডেট: 5th February 2022 14:49
দ্য ওয়াল ব্যুরো: এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে ভারতীয় সিনিয়র ক্রিকেট দল। রবিবার হাজারতম ওয়ান ডে ম্যাচ হতে চলেছে আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা, যাঁর অধিনায়কত্বে এইপ্রথম মাঠে নামবেন বিরাট কোহলি। ম্যাচটিতে রোহিতের সঙ্গে ওপেন করবেন ঈশান কিষাণ। করোনায় আক্রান্ত হওয়ার কারণে শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়াররা সংক্রমিত হওয়ায় আইসোলেশনে আছেন। পরিবর্ত ওপেনার হিসেবে মায়াঙ্ক আগরওয়ালকে ডাকা হলেও তিনি খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে ঈশান ছাড়া বিকল্প নেই ভারতের হাতে। এই ম্যাচটি খেলতে নামার আগে রোহিত কিছুটা হলেও আবেগতাড়িত। সৌরভ ৫০০তম ম্যাচে দলের নেতা ছিলেন। রোহিত সেখানে হাজারতম ম্যাচে দলের নেতা। এদিন বলেছেন, ‘‘বিরাট যখন অধিনায়ক ছিল, আমি সেইসময় ওর ডেপুটি ছিলাম। ও যেখানে টিমকে রেখে গিয়েছে, সেখান থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমর্থকদের কী প্রত্যাশা খুব ভাল করেই জানি। সেই কারণে টিম যাতে একই রকম সাফল্য পায়, সেটা মাথায় রাখতে হবে।’’ রোহিত এও বলছেন, ‘‘আমি দলের অধিনায়ক হওয়া মানে রাতারাতি সব পালটে যাবে, এমন মনে করার কোনও কারণ নেই। যেভাবে এর আগে দল চলেছে, এবারও সেইভাবে চলবে। বিরাট যেখানে শেষ করেছিল, আমি সেখান দিয়েই শুরু করব। দলের প্রতিটি ক্রিকেটার জানে কার কী দায়িত্ব, তাই সব ভালই হবে।’’ https://twitter.com/BCCI/status/1489965327018766336 দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টের পাশাপাশি ওয়ান ডে সিরিজেও হেরে এসেছে ভারত। চোটের কারণে রোহিত খেলতে পারেননি। রোহিত বরং অভয় দিয়ে বলছেন, ‘‘একটা সিরিজ হেরেছি বলেই ভয় পেতে হবে, তা কিন্তু নয়। অনেক দিন আমরা দারুণ ওয়ান ডে ক্রিকেট খেলিনি। খেলার অন্য ধারাটাও আমাদের দ্রুত ধরে নিতে হবে। দক্ষিণ আফ্রিকা সফর থেকে আমরা অনেক কিছু শিখেছি। ওই সফরে টিম হিসেবে আমাদের পারফরম্যান্স ভাল ছিল না।’’ এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে বিরাট কোহলির নয়টি সেঞ্চুরি রয়েছে। আরও একটি সেঞ্চুরি করলেই তিনি শচীনকে টপকে যাবেন। এমনকি, দেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে ৫০০০ রান করা থেকে মাত্র ৬ রান দূরে রয়েছেন কোহলি। শচীনই একমাত্র ব্যাটার, যিনি ভারতের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে ৫০০০ এর বেশি রান করেছেন। ১২১তম ইনিংসে পাঁচ হাজার আন্তর্জাতিক ওয়ান ডে রান পূর্ণ করেছিলেন শচীন। কোহলি অবশ্য ৯৬ ম্যাচেই ওই নজির স্পর্শ করতে পারেন। তার মধ্যে বিসিসিআই ঘোষণা করেছে, ম্যাচটিতে ঈশান কিশানের সঙ্গে শাহরুখ খানকেও ডাকা হয়েছে। রবিবার যদি শাহরুখকে নামিয়ে চমক দেওয়া হয়, বলার কিছু থাকবে না। কারণ রোহিত একটু ঝুঁকি নিতে পছন্দ করেন।