ফাইল ছবি
শেষ আপডেট: 1 May 2025 13:32
দ্য ওয়াল ব্যুরো: বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে দিঘায় জগন্নাথ মন্দিরের (Digha Jagannatha Temple) উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর থেকেই সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ২ লক্ষের বেশি ভক্ত সমাগম হয়েছে দিঘায় বলে খবর। প্রচুর মানুষ জগন্নাথ দর্শনে যাচ্ছেন সৈকত নগরীতে। তবে অনেকেই জানেন না এই মন্দিরে পুজো দেওয়া বা প্রবেশের নিয়ম।
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শন করা যাবে জগন্নাথ দেবকে। আর কারও পুজো দিতে বেশি সময়ও লাগবে না। কারণ ভিতরে সুষ্ঠু ব্যবস্থা করা হয়েছে যাতে বেশি জমায়েত না সৃষ্টি হয়। এও জানানো হয়েছে, সকাল সাতটা, দশটা, বারোটা ও সন্ধে ছটায় ভোগ নিবেদন করা হবে বিগ্রহকে। আর দুপুরে তিন দেবদেবীকে দেওয়া হবে রাজভোগ।
তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে যা মেনে চলতে হবে ভক্তদের। এই মন্দিরে মোট সাতটি দরজা রয়েছে। এর মধ্যে এক, দুই, তিন ও ছয় নম্বর দরজা দিয়ে আপাতত প্রবেশ করা যাবে ভিতরে। মূল দরজার সামনে কাউন্টার রয়েছে। সেই কাউন্টারে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে সাধারণ মানুষকে। পুরীর মন্দিরে যে নিয়ম মেনে সব কাজ করা হয়, দিঘার মন্দিরেও সে সব মানা হবে। পুরীর মতো এই মন্দিরের চূড়াতেও রোজ ধ্বজা লাগানো হবে। আবার বিকেলে সেই ধ্বজা খুলে নেওয়া হবে।
বুধবার মন্দির উদ্বোধন করেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলার সব বাড়িতে দিঘার মন্দিরের ছবি এবং প্রসাদ পৌঁছে দেওয়া হবে। সেই কর্মসূচি বাস্তবায়িত হওয়া শুরু হলে তা হবে ভোটের এক বছর আগে বড় কর্মসূচি। অন্তত পর্যবেক্ষকরা তাই বলাবলি করছেন। এদিকে সব অনুষ্ঠান সেরে কলকাতা ফেরার আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিকে মমতা স্পষ্ট করে বলে এসেছেন, মন্দির দর্শনে মানুষের যেন কোনও রকম সমস্যা না হয় তা দেখতে হবে। ঠিক সময় যেন মন্দিরের দরজা খোলে, সবাই যাতে ঠিক করে পুজো দিতে পারেন, সেদিকেও খেয়াল রাখতে হবে।