শেষ আপডেট: 21st September 2023 14:05
দ্য ওয়াল ব্যুরো: পেটে প্রচণ্ড যন্ত্রণা। কাতরাতে কাতরাতে হাসপাতালে যেতে হল এক যুবককে। চিকিৎসকরা পরীক্ষা করে গোলমাল বুঝেই এক্স-রে করতে বলেন। রিপোর্ট হাতে পেতেই চোখ কপালে ওঠার জোগাড় ডাক্তারবাবুদের। দেখেন, ওই যুবকের পেটের ভেতর আটকে আছে একটা ছুরির ফলা (Knife Found In Abdomen Of Man)!
সংবাদমাধ্যম সূত্রে খবর, নেপালে (Nepal) ২২ বছরের এক যুবক এমন কাণ্ড ঘটিয়েছে। দিন দু'য়েক আগেই বন্ধুদের সঙ্গে মদের আড্ডায় ঝামেলায় জড়িয়ে পড়েছিল সে। সেই সময় তাঁর পেটে ছুরি চালিয়ে দেয় কেউ। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষতের জায়গায় সেলাই করে দেন চিকিৎসকরা।
কেউ ভাবতেই পারেননি যে, পেটের মধ্যে তখনও ছুরির ফলা আটকে আছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন ওই যুবক। কিন্তু পরেরদিন সকাল থেকেই পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। কী করবে বুঝতে না পেরে হাসপাতালে যান তিনি। সেখানেই চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে এক্স রে করতে বলেন।
সেইমতো এক্স রে করান ওই যুবক। রিপোর্ট হাতে পেতেই ডাক্তাররা দেখেন, ওই যুবকের পেটের মধ্যে রয়েছে ১৫ ইঞ্চির একটি ছুরির ফলা। আর পেটের মধ্যে সেই ফলা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে! যা দেখে অবাক হন চিকিৎসকরা।
পরে ফের অপারেশন করে ওই ছুরির ফলা বের করে আনার কথা বলেন চিকিৎসকরা। যদিও সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই যুবক আর অপারেশন করার জন্য হাসপাতালে ফিরে আসেননি।
আরও পড়ুন: মত্ত অবস্থায় বিমানসেবিকার হাত ধরে টানাটানি যাত্রীর! বিমানবন্দরে নামতেই গ্রেফতার