শেষ আপডেট: 21st December 2022 10:32
দ্য ওয়াল ব্যুরো: কাকভোরে বাবার সঙ্গে মন্দিরে যাওয়ার পথে এক তরুণীকে (woman) অপহরণ (Kidnap) করেছিল চার দুষ্কৃতী। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল তেলেঙ্গানার (Telangana) রাজন্না সিরসিলা জেলায়। কিন্তু তার কয়েকঘণ্টা পরেই প্রকাশ্যে এল আসল ঘটনা। জানা গেল, ওই তরুণীকে অপহরণ করা হয়নি। বরং সে নিজেই প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। এমনকী বিয়েও (Marry) করেছে দু'জনে।
মঙ্গলবার অপহরণের ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিল। তাতে দেখা যায় যে, ওই অপহরণকারীরা গাড়িতে করে এসে ওই তরুণী ও তার বাবার সামনে দাঁড়ায়। তারপরই মেয়েটিকে গাড়িতে টেনে তোলে। সেইসময় ওই তরুণী কোনওভাবেই নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি। এরপর মেয়েটিকে গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়ার সময় তার বাবা গাড়ির পিছনে ধাওয়া করেন। যদিও তিনি গাড়িটিকে আটকাতে পারেনি।
এরপরই থানায় গিয়ে ওই তরুণীর পরিবার অভিযোগ দায়ের করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির নম্বর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। ওই তরুণীকে উদ্ধারের জন্য বিশেষ বাহিনীও গঠন করা হয়। সূত্রের খবর, বেলার দিকে পুলিশ ওই গাড়িটি খুঁজেও বের করে। কিন্তু সেখানে দুষ্কৃতী এবং তরুণী-কারও হদিস মেলেনি।
এর কয়েক ঘণ্টা পরেই সেই তরুণী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে। সেখানে তাকে এক যুবকের সঙ্গে বিবাহিত অবস্থায় দেখা যায়। এরপর সে বলে, তাকে অপহরণ করা হয়নি। পরিকল্পনা মাফিক এই অপহরণের ঘটনাটি সাজানো হয়েছিল। জানা গেছে, জ্ঞানেশ্বর নামে গ্রামেরই এক পূর্ব পরিচিত যুবকের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেম। জনিই তাকে মন্দির থেকে তুলে নিয়ে গিয়েছিল পূর্ব পরিকল্পনা মতো।
শুধু তাই নয়, মঙ্গলবার জানা গিয়েছিল যে এই যুবক আগেও একবার ওই তরুণীকে 'অপহরণ' করে নিয়ে গিয়েছিল। কিন্তু এদিন পুলিশ জানতে পারে, সেবারেও পরিকল্পনা করেই যুবকের হাত ধরে পালিয়ে গিয়েছিল সেই মেয়েটি। এমনকী বিয়েও করেছিল দু'জন। কিন্তু তখন সে নাবালিকা থাকায় পুলিশ অভিযোগের ভিত্তিতে জ্ঞানেশ্বর ওরফে জনিকে গ্রেফতার করেছিল। সম্প্রতি ওই তরুণীর পরিবার অন্য জায়গায় তার বিয়ে ঠিক করেছিল। এরপরই সে আবার অপহরণের গল্প ফেঁদে, বাবাকে বোকা বানিয়ে প্রেমিকের হাত ধরে পালায়।
মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে তরুণীকে অপহরণ! গাড়িতে তুলে চম্পট ৪ দুষ্কৃতীর