শেষ আপডেট: 1st June 2022 15:04
দ্য ওয়াল ব্যুরো: এই শহর জানে তাঁর প্রথম সবকিছু, কলকাতা (Kolkata) এসে আবেগে হারিয়ে গেলেন কিবু ভিকুনা (Kibu Vicuna)। বিমানবন্দরে সকালে পা দেওয়ার পর থেকেই দারুণ ব্যস্ততা। সস্ত্রীক ভিকুনা কলকাতার কিছুই ভোলেননি। তিনি মোহনবাগানের (Mohun Bagan) কোচ থাকার সময় থাকতেন নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাটে। সেই আস্তানা ছেড়ে তাঁর নতুন ঠিকানা হতে পারে মধ্য কলকাতায়।
বোর্ড প্রেসিডেন্ট থেকে সৌরভের ইস্তফার খবর নস্যাৎ করলেন বোর্ড সচিব জয়
ভিকুনা এবার আর বড় দলের হেডস্যার নন, তিনি সামলাবেন ছোট অথচ বড় দল ডায়মন্ড হারবার ক্লাব। যে ক্লাবের কর্ণধার তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিই উদ্যোগ নিয়ে ভিকুনাকে কোচ করেছেন বহু অর্থ ব্যয়ে। এই খবর দ্য ওয়াল-এ প্রথম প্রকাশিত হয়েছিল।
ভিকুনা মানেই সবুজ মেরুন সমর্থকদের কাছে স্বপ্নের ফেরিওয়ালা। যিনি এদিন কলকাতা এসেই মিডিয়া প্রতিনিধিদের জানিয়েছেন, আমি কলকাতার ফুটবল সমর্থকদের আবেগ সম্পর্কে ওয়াকিবহাল। এখনও মনে রয়েছে কল্যাণীতে সবুজ মেরুন সমর্থকদের জয়ের ঘটনা।
ভিকুনা কলকাতায় পা দিয়েই ডায়মন্ড হারবার কর্তাদের সঙ্গে কথা বলেছেন। সঙ্গে ছিলেন ক্লাবের ফুটবল সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। তিনি জানান, কিবু একদিন বিশ্রাম নিয়েই বাটানগর মাঠে অনুশীলনে নেমে পড়বেন।
কিবুর হাত ধরে মোহনবাগানে অনেক জুনিয়র তারকার উত্থান হয়েছিল। তিনি দলকে খেলিয়েছিলেন পাসভিত্তিক ফুটবল। সেই ঘরানা ফিরে আসবে ডায়মন্ড হারবার ক্লাবে। ভিকুনাকে হেড কোচ করে এনেই অভিষেকের ক্লাব সুদূরপ্রসারী ভাবনা ভেবে রেখেছে। প্রসঙ্গত, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব কলকাতার এ ডিভিশনে খেলবে।