দ্য ওয়াল ব্যুরো: আজ শনিবার কোজাগরী লক্ষ্মীপুজো। পুজোর জন্য প্রচুর ফুল লাগবে, বাড়বে বিক্রিও। তাই রাত্রিবেলাই গাড়িতে সেই ফুল তুলে রাখছিলেন ব্যবসায়ীরা। জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে সেই কাজ করার সময়েই পিছন থেকে এসে ধাক্কা মারে লরি! তাতেই গাড়ির চালকসহ ৫ ফুল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার ব্যবসায়ী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের বুড়ামালা বাজার এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে। শনিবার লক্ষ্মীপুজোর দিন বিক্রির জন্য শুক্রবার ভোররাতেই বিপুল পরিমাণ ফুল গাড়িতে তুলছিলেন জনা ১৫ ফুল ব্যবসায়ী। জাতীয় সড়কের উপর দাঁড়িয়েই সেই কাজ করছিলেন তাঁরা। গাড়িতে তখন চালকও ছিলেন।
সেই সময় হঠাৎ করেই সিমেন্ট বোঝাই একটি বিশালাকার লরি পিছন থেকে ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির সহ পাঁচজনের। আহত হন আরও ৪ জন।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত ৪ জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের আঘাত অত্যন্ত গুরুতর বলে জানা যাচ্ছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, ঘাতক লরিটির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ।
সেই সময় হঠাৎ করেই সিমেন্ট বোঝাই একটি বিশালাকার লরি পিছন থেকে ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির সহ পাঁচজনের। আহত হন আরও ৪ জন। খ
বর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত ৪ জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের আঘাত অত্যন্ত গুরুতর বলে জানা যাচ্ছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, ঘাতক লরিটির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ।