শেষ আপডেট: 26th September 2023 09:52
দ্য ওয়াল ব্যুরো: কানাডার টরন্টো শহরে ভারতীয় দূতাবাসের সামনে মঙ্গলবার ফের বিক্ষোভ জমায়েত করে খলিস্তানিরা (Khalistani protest in Canada)। তারা ভারতের জাতীয় পতাকা পোড়ায় (against India)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া পোস্টারে লাথি মারে।
কানাডায় এর আগে ভারতের একাধিক দূতাবাস, কনস্যুলেটে খলিস্তানিরা ভাঙচুর, বিক্ষোভ করেছে (against India)। বিগত ঘটনাগুলির মতোই সোমবারও কানাডার আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এই ধরনের ঘটনা নিয়ে ভারতের প্রতিবাদের মুখে কানাডায় প্রেসিডেন্ট ট্রুডো খলিস্তানিদের আন্দোলনকে বাক স্বাধীনতা বলে উল্লেখ করেছিলেন। সোমবারের বিক্ষোভের ঘটনায় দেখা গেল ট্রুডো প্রশাসন আগের অবস্থানে অবিচল।
বিক্ষোভকারীদের একজন টরন্টোবাসী জয় হোটা কনস্যুলেট অফিসের বাইরে বিক্ষোভকারীদের হয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন। তিনি বলেন, আমরা ভারতে নিরাপদ নই। ভারত সরকার কানাডাতেও আমাদের নিরাপদে বাস করতে দিচ্ছে না।
কানাডায় প্রায় সাড়ে সাত লাখ শিখের বাস। তাদের সিংহভাগ বাস করে টরন্টো শহরে। খলিস্তানপন্থীরা সেখানে হিন্দুদের নানাভাবে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ। হিন্দুদের কানাডা ছাড়তে বলে হুমকি দিচ্ছে।