শেষ আপডেট: 6th May 2018 08:57
দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে জেলে আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী ৮ মে তাঁর জামিনের শুনানি হবে বিশেষ আদালতে। গত শনিবার জেলে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পাঁচ আইনজীবী। খালেদা তাঁদের পরামর্শ দিয়েছেন, জামিনের জন্য যখন শুনানি হবে, তখন কোর্টকে যেন বলা হয়, তিনি খুব অসুস্থ। পরে খালেদার আইনজীবীরা জানান, জেলের স্যাঁতসেতে পরিবেশে তাঁর শরীর খারাপ হয়ে যাচ্ছে। তিনি বাম হাত নাড়াতে পারেন না। ঘাড়েও সমস্যা রয়েছে। জেলে তাঁর চিকিৎসা হওয়া সম্ভব নয়। দেশে যদি আইনের শাসনের চিহ্নমাত্র থাকে, তা হলে ৮ মে তিনি নিশ্চয় জামিন পাবেন।