শেষ আপডেট: 23rd December 2023 13:42
দ্য ওয়াল ব্যুরো: ব্যবসায়ীর গোলা থেকে ধান কিনে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন চালক। কিন্তু রাস্তাই প্রাণ কাড়ল। জলের পাইপলাইন বসানোর জন্য গর্ত খোঁড়া হয়েছিল মাটিতে। পরে সেই গর্ত বুজিয়ে দিলেও এবড়ো খেবড়ো, উঁচু-নিচু রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন প্রৌঢ়। তাতেই গাড়ি গিয়ে উল্টে যায় রাস্তার পাশের পুকুরে। দীর্ঘক্ষণ এমন ভাবেই পুকুরে আটকে ছিল গাড়িটি যে চালক আসন থেকে হাজার চেষ্টা করেও বেরিয়ে আসতে পারেননি। পাঁক আর জলে আটকে থাকা অবস্থাতেই মৃত্যু হল নিত্যগোপাল রায় নামে ৫৭ বছর বয়সি ওই ব্যক্তির।
মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের কেতুগ্রামের সীতাহাটি এলাকায়। জানা গেছে, শুক্রবার নিত্যগোপাল রায় নামে ওই ব্যক্তি ধান কিনে গাড়ি চালিয়ে মিলে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু খারাপ রাস্তায় গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ফলে ধানবোঝাই সেই গাড়ি গিয়ে পড়ে রাস্তার পাশে পুকুরে।
কাদা এবং পাঁকের মধ্যে গাড়ির দুই তৃতীয়াংশ অংশই ডুবে যায়। চালকের আসনের দিকটি নিচের দিকে থাকায় বহু চেষ্টা করেও বেরিয়ে আসতে পারেননি নিত্যগোপালবাবু। ওই অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
পুকুরে গাড়ি পড়ে যাওয়ার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ধান বোঝাই বিশালাকার গাড়ি তোলার ব্যবস্থা করতে করতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। যতক্ষণে গাড়ি থেকে জল থেকে তোলা হয়, ততক্ষণে নিত্যগোপালবাবুর দেহে প্রাণ নেই।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে কেতুগ্রাম থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।