শেষ আপডেট: 25th June 2023 13:10
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয়রা বরাবরই অতিথিপরায়ণ হিসেবে সমাদৃত সারা বিশ্বের কাছে। কয়েক বছর আগেও মা ঠাকুমারা বলতেন, 'অভুক্তকে না খাইয়ে নিজে খেলে গৃহস্থের অকল্যাণ হয়।' যুগ, ভাষা বা রাজ্য ভিন্ন হলেও মা-দের মানসিকতায় যে কোনও প্রভেদ নেই তার প্রমাণ কেরলের এই মহিলারা।
প্রতিদিন প্রায় ৪০,০০০ মানুষের জন্য খাবার রান্না করেন 'হৃদয়পুর্বম পথিচরু' ক্যাম্পেনের অন্তর্ভুক্ত মহিলারা। নিজেদের পরিবারের দৈনিক রান্নার সঙ্গেই অতিরিক্ত কয়েকজনের জন্য বাড়তি রান্না করেন তাঁরা। এই অতিরিক্ত খাবার তারপর ডেলিভারি দেওয়ার জন্য নিতে আসেন একজন বা দু'জন বাইক আরোহী। তাদের হাতেই সেই অতিরিক্ত খাবার যত্ন করে গুছিয়ে দিয়ে দেন এই গৃহিনীরা।
কিন্তু কারা খায় সেই খাবার?
প্রতিদিন এই অতিরিক্ত খাবার পৌঁছে যায় কেরলের একাধিক হাসপাতালে। সেইসব রোগীরা পেট ভরে খান বাড়ির খাবার। অথচ যিনি খাচ্ছেন এবং যিনি রান্না করছেন কেউ চেনেন না কাউকেই। কেরলের গৃহিণীদের এমন উদ্যোগকে স্যালুট জানাচ্ছেন অনেকেই। ২০১৭ সাল থেকে শুরু হয়েছে এই উদ্যোগ। মাত্র ৩০০ প্যাকেট খাবার বিলি করা থেকে শুরু করে আজ সংখ্যাটা দাঁড়িয়েছে ৪০,০০-এ।
২০২৩ সালে দাঁড়িয়ে প্রায়ই শোনা যায় মানুষ নাকি স্বার্থপর হয়ে যাচ্ছে, অন্য মানুষের পাশে দাঁড়াতে চায় না সে। এই ধারণার সম্পূর্ণ বিপরীতে হেঁটে কেরলের গৃহিণীরা প্রমাণ করে দিচ্ছেন, আর্তের বাড়িয়ে দেওয়া হাত আজও ধরেন অনেকেই। যিনি রাঁধেন তিনি শুধু চুলই বাঁধেন না, চরম নৈরাশ্যের মাঝে আশার প্রদীপটিও জ্বালিয়ে রাখেন।
পাণ্ডুয়ায় রাম-বামের হয়ে লড়বেন দুই ভাই! একসঙ্গেই চালাচ্ছেন প্রচার