শেষ আপডেট: 13th July 2023 12:15
দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন অ্যাকশন ফিল্ম! রাস্তা দিয়ে রোগী নিয়ে হাসপাতালে উদ্দেশে ছুটছিল অ্যাম্বুলেন্স। ঠিক সেই সময়েই উল্টো দিক থেকে দ্রুত গতিতে এসে সেটিতে ধাক্কা মারে একটি গাড়ি। দ্বিতীয় গাড়িটি হল কেরলের শিক্ষামন্ত্রী ভি শিভাঙকুট্টির (V Sivankutty) কনভয়ের একটি পাইলট কার (minister convoy hits ambulance)। এই ঘটনায় এক রোগীসহ তিন জন জখম হয়েছেন। ভয়ঙ্কর সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটেছে বুধবার কেরলের (Kerala) কোট্টারাক্কারা পুলামান জংশনের কাছে। সূত্রের খবর, এদিন শিক্ষামন্ত্রী কোয়াত্তাম থেকে এমজি রোড হয়ে তিরুঅন্তপুরমে যাচ্ছিলেন। কনভয়ে মন্ত্রীর গাড়ির ঠিক সামনের গাড়িটি ছিল একটি জিপ। জানা গেছে, সেই গাড়িটিই ধাক্কা মারে অ্যাম্বুলেন্সে।
অ্যাম্বুলেন্সে ধাক্কা মারার পরেই সেটি একেবারে উল্টে গিয়ে ছিটকে পড়ে রাস্তার পাশে। সেই সময় জিপটি আরও একটি বাইককেও ধাক্কা মারে। তবে সৌভাগ্যের বিষয়, বাইকের যাত্রীরা কেউ আহত হননি। এরপর গাড়িটি রাস্তায় পিছলে বেশ কিছুদূর এগিয়ে যায়। সেখানে ট্রাফিক পুলিশের এক কর্মী দাঁড়িয়েছিলেন। তবে কী হতে চলেছে বুঝতে পেরেই দূরে সরে যান তিনি। ফলে অক্ষত রয়েছেন ওই পুলিশকর্মীও।
সূত্রের খবর, এই ঘটনায় অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা রোগীসহ আরও দুজন আহত হয়েছেন। মন্ত্রী শিভাঙকুট্টির উদ্যোগেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। এরপর পাইলট কার ছাড়াই গন্তব্যের উদ্দেশে রওনা হন তিনি।
পাটনায় ধুন্ধুমার, নীতীশের পুলিশের লাঠিতে নেতা হত, দাবি বিজেপির