শেষ আপডেট: 28th June 2023 08:23
দ্য ওয়াল ব্যুরো: হিজাব বির্তকে ইতি পড়তে পড়তেও পড়ছে না। এবার অপারেশন থিয়েটারের (operation theatres) ভিতর হিজাবের বিকল্প (Hijab alternative) পোশাক চেয়ে কর্তৃপক্ষের দ্বারস্থ হলেন কেরলের একটি মেডিক্যাল কলেজের ৭ জন ছাত্রী।
তিরুঅনন্তপুরম সরকারি মেডিক্যাল কলেজের ৭ জন ছাত্রী কলেজ কর্তৃপক্ষের কাছে এই আবেদন জানিয়েছেন। তাঁদের দাবি, ইসলামের ধর্মীয় বিশ্বাস অনুসারে তাঁদের মাথা ঢাকা রাখতে হয়। কিন্তু অস্ত্রোপচার কক্ষের ভিতর হিজাব পরা যেহেতু সম্ভব নয়, তাই বিকল্প পোশাক পরার অনুমতি চেয়েছেন তাঁরা। কলেজ কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবি, লম্বা হাতার স্ক্রাব জ্যাকেট এবং সার্জিক্যাল হুডি পরতে দিতে হবে তাঁদের।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, এ বিষয়ে তিনি সার্জেন এবং সংক্রমণ নিয়ন্ত্রক দলের একটি মিটিং ডাকবেন। সেখানে বিশদে আলোচনার পরেই ঠিক করা হবে ছাত্রীদের এই আবেদন মানা হবে কিনা।
হাইকোর্টে রাজীব সিনহা, সশরীরে আদালতে গিয়ে হলফনামা দিলেন নির্বাচন কমিশনার