শেষ আপডেট: 4th November 2022 13:11
দ্য ওয়াল ব্যুরো: কেরলে (Kerala) রাজ্য-রাজ্যপাল সংঘাত নয়া মাত্রা পেল শুক্রবার। রাজ্যপাল তথা আচার্য আরিফ মহম্মদ খান (Arif Mohammad Khan) শিক্ষা দফতরের এক অফিসারকে আজ কেরলে আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (APJ Abdul Kalam University) উপাচার্য পদে বসালেন। ওই পদে সিপিএম পরিচালিত রাজ্য সরকারের বাছাই করা দু’জনের নাম বাদ দিয়ে সিজা থমাস (Ciza Thomas) নামে কারিগরি শিক্ষা দফতরের এক যুক্ত অধিকর্তাকে বসান।
সিজার দায়িত্ব গ্রহণ ঘিরে আজ তুমুল গোলমাল হয় ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। রাজ্যপাল মনোনীত উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেয় এসএফআই এবং সিপিএমের কর্মচারী সংগঠনের কর্মী-সমর্থকেরা। পুলিশ সেই বাধা সরিয়ে উপাচার্যকে নিজের চেম্বারে পৌঁছে দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সহ-উপাচার্য সহ কোনও পদস্থ অফিসার নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন না। পরে সিজা নিজে রেজিস্ট্রারের ঘরে গিয়ে দায়িত্বগ্রহণের কথা লিখিতভাবে জানিয়ে দেন।
কেরলের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এদিনের ঘটনার বর্ণনা শুনে অনেকেরই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের জমানার গোড়ায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে সন্তোষ ভট্টাচার্যের উপাচার্য হওয়া নিয়ে উদ্ভুত পরিস্থিতির কথা মনে পড়ে যায়। আটের দশকের গোড়ায় সন্তোষবাবুকে তৎকালীন রাজ্যপাল বেছে নিয়েছিলেন জ্যোতি বসুর সরকারের সুপারিশ অগ্রাহ্য করে। সিপিএমের ছাত্র, শিক্ষক ও কর্মচারী সংগঠনের বাধায় সন্তোষবাবু প্রথম দিন ক্যাম্পাসে ঢুকতেই পারেননি। পরে দিনের পর দিন তাঁকে বাড়ি বসে কাজ করতে হয়েছে।
কেরলে রাজ্যপাল-আচার্যের হাত থেকে উপাচার্য নিয়োগের ক্ষমতা কেড়ে নিতে বিধানসভায় বিল পাশ করিয়েছে রাজ্য সরকার। তবে রাজ্যপাল তাতে সম্মতি দেননি। বরং আচার্য হিসাবে নিজের ক্ষমতা দেখাতে একের পর এক নির্দেশ জারি করছেন। দিন কয়েক আগে তিনি নয়জন উপাচার্যকে পদত্যাগ করার নির্দেশ দেন। সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে কেরল হাইকোর্ট। আচার্যের নির্দেশের বিরুদ্ধে আদালতে যাওয়া সেই উপাচার্যদের কারণ দর্শানোর নোটিস ধরিয়েছে রাজভবন। রাজ্যপালের সেই আদেশের বিরুদ্ধেও মামলা হয়েছে কেরল হাইকোর্টে।
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ব্যাপারে রাজ্য সরকারের পাঠানো নামগুলির মধ্যে কারিগরি দফতরের এই অফিসার সিজার নাম ছিল না। রাজ্যপাল তাঁকে বেছে নেন। আচার্য-রাজ্যপালের বক্তব্য, সিজার অধ্যাপক হিসাবে সাত বছরের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিন বছরের প্রশাসনিক অভিজ্ঞতা তাঁর বাড়তি যোগ্যতা। নতুন উপাচার্য সিজা জোসেফ রাজনৈতিক বিবাদ এড়িয়ে সাংবাদিকদের বলেন, বিক্ষুব্ধ কর্মচারী ও ছাত্রদের সঙ্গে তিনি কথা বলবেন।
শিবসেনা নেতাকে লক্ষ্য করে পরপর গুলি, অমৃতসরের রাস্তায় লুটিয়ে পড়ে মৃত্যু