শেষ আপডেট: 19th December 2022 10:27
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসকদের ভগবানের সমতুল্য বলে মনে করেন অনেকেই। মৃত্যুশয্যায় থাকা রোগীর দেহে প্রাণ ফিরিয়ে আনারও ক্ষমতা রাখেন তাঁরা। সম্প্রতি ২ বছরের একটি শিশুর প্রাণ বাঁচিয়ে মানুষের সেই বিশ্বাসেই সিলমোহর দিয়েছেন কেরলের এক দল চিকিৎসক (Kerala Doctors)। খেলতে খেলতে রিমোটের ব্যাটারি গিলে ফেলেছিল শিশুটি (swallowed TV remote battery)। অস্ত্রোপচার করে সেই ব্যাটারি বের করে শিশুটির প্রাণ রক্ষা করেছেন চিকিৎসকরা।
ঘটনাটি ঘটেছে কেরলের তিরুঅনন্তপুরমে। রবিবার ঋষিকেশ নামে ২ বছর বয়সি একটি শিশু ঘরের মধ্যে বসে বিভিন্ন জিনিসপত্র নিয়ে খেলা করছিল। তার বাবা-মা কাছেই ছিলেন। কিন্তু তাঁদের অন্যমনস্কতার সুযোগে বিপত্তি বাঁধিয়ে বসে একরত্তি ছেলে। হাতের কাছে থাকা একটি রিমোটের ব্যাটারি তুলে সটান নিজের মুখে পুরে দেয় শিশুটি।
সঙ্গে সঙ্গেই শুরু হয় শ্বাসকষ্ট। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে যান বাবা-মা। কিন্তু সেখানে ঠিকমতো পরিকাঠামো না থাকায় শিশুটিকে নিয়ে আসা হয় এনআইএমএস হাসপাতালে। শিশুটিকে পরীক্ষা করে দেখা মাত্রই চিকিৎসকরা বুঝতে পারেন, এই মুহূর্তেই অস্ত্রোপচার প্রয়োজন।
প্রাথমিকভাবে অ্যানাস্থেসিয়ার মাধ্যমে শিশুটিকে অজ্ঞান করা হয়। তারপর এন্ডোস্কোপির সাহায্যে তার পাকস্থলী থেকে বের করে আনা হয় ব্যাটারিটি।
হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎসক জয়াকুমার জানিয়েছেন, ব্যাটারিটি ৫ সেন্টিমিটার লম্বা এবং ১.৫ সেন্টিমিটার চওড়া। সেটি পাকস্থলীতে জমা হয়েছিল, যা মাত্র ২০ মিনিটের চেষ্টায় বের করে আনা সম্ভব হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শ্বাসনালিতে কিংবা শরীরের অন্য কোনও অংশে ব্যাটারিটি গিয়ে জমা হলে সমূহ বিপদ ঘটতে পারত।
আপাতত ঋষিকেশ সম্পূর্ণ সুস্থই রয়েছে বলে জানা গেছে।
ফাইনালে গড়েছেন মেসি-এমবাপে, মাঠের বাইরে ২৫ বছরের রেকর্ড ভাঙল গুগল!