শেষ আপডেট: 27th April 2023 05:35
দ্য ওয়াল ব্যুরো: রক্তাক্ত সুদান (Sudan Crisis)। গৃহযুদ্ধে সাঙ্ঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে সে দেশে। সেনা-আধাসেনার সংঘর্ষে মরমর অবস্থা দেশের নাগরিকদের। সুদান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। পাঁচশোর বেশি ভারতীয়কে উদ্ধার করে আনা হয়েছে সেনা বিমান ও জাহাজে। সুদান থেকে নিরাপদ স্থানে ফিরেই তাঁরা তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সুদান (Sudan conflict) ফেরত অনেক ভারতীয়ই এখন ট্রমায় আছেন। নিরাপদ জায়গায় পৌঁছেও আতঙ্ক কাটছে না সকলের।
সুদানে প্রায় তিন হাজার ভারতীয়ের বাস। বিদেশমন্ত্রক জানিয়েছে, বেশিরভাগই খার্তুমে বসবাস করছিলেন। তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের মিশন 'অপারেশন কাবেরী'। সেনা বিমান ও জাহাজে চাপিয়ে যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলি থেকে প্রায় ৫৩০ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে সৌদি আরবের জেড্ডায়। অন্য দিকে, মঙ্গলবার নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস সুমেধা পোর্ট সুদান থেকে যে ২৭৮ জন ভারতীয়কে উদ্ধার করেছিল, আজ তাঁরাও জেড্ডায় পৌঁছেছেন। ফরাসি সেনার একটি উদ্ধারকারী দলও বুধবার ১১ জন ভারতীয়কে উত্তর-পশ্চিম আফ্রিকার ওই গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে ফিরিয়ে এনেছে।
বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই সুদানে বসবাসকারী ভারতীয়দের ফেরানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে। যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলিতে আটকে পড়া ভারতীয়রা এই গ্রুপের মাধ্যমেই যোগাযোগ করছেন। বুধবার রাতে জেড্ডা থেকে ৩৬০ জনকে দিল্লি আনা হয়েছে। দেশে ফিরেই অনেকে তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
https://twitter.com/ANI/status/1651166398444634112?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1651166398444634112%7Ctwgr%5E79f7ad3114b9cc3c5e459fe80e64bd27a986c61f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Fkept-guns-on-our-chest-indians-returning-from-sudan-narrate-their-ordeal-101682505323668.html
খার্তুমের একটি কর্পোরেট সংস্থার এক ভারতীয় কর্মী বলেছেন, আধাসেনার বাহিনী তাঁদের অফিসে ঢুকে লুটপাট চালায়। কর্মীদের মাথায় ও বুকে বন্দুক ঠেকিয়ে টাকাপয়সা, মোবাইল ফোন, ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। অফিসেই বন্দি করে রাখা হয় সকলকে। বিগত তিন থেকে চারদিন অফিসেই ছিলেন তাঁরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, খাবার-জল ছিল না। এমনকী মোবাইল, ল্যাপটপ না থাকায় সাহায্যের জন্য যোগাযোগও করতে পারছিলেন না তাঁরা। শেষে কোনওরকমে ভারতীয় দূতাবাসে খবর পৌঁছে দেওয়া হয়। তারপর ভারতীয় সেনার বিমান এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।
বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, পুলিশের গুলিতে মৃত্যু বলে অভিযোগ
কর্মসূত্রে খার্তুমে দীর্ঘদিন ধরেই বাস করছেন ভারতীয়দের অনেকে। তাঁদের একজন জানিয়েছেন, রাতে ঘুম হত না। বাড়ির বাইরেই গোলাগুলি চলছিল সবসময়। আধাসেনা কখনও বাড়িতেও ঢুকে আসত। মারধর, লুটপাট করে চলে যেত। তাঁরা দীর্ঘসময় খাবার না খেয়ে কাটিয়েছেন। প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় তাড়া করছিল তাঁদের।
৭২ ঘণ্টার সংঘর্ষবিরতির মধ্যেই নতুন করে সেনা-আধাসেনা লড়াই শুরু হয়েছে সুদানে। জল নেই, খাবার নেই। গৃহবন্দি হয়ে কাটাতে হচ্ছে মানুষজনকে। ২০টিরও বেশি শিশু মৃত্যু হয়েছে দেশে। শয়ে শয়ে শিশু আহত। ভর্তি হাসপাতালে।