শেষ আপডেট: 27th September 2023 13:51
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Kejriwal Bunglow) বিরুদ্ধে এবার ঘুরিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল প্রধানমন্ত্রীর দফতর। কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা প্রধানমন্ত্রীর দফতরের অধীনে কাজ করে। স্পষ্ট করে বলা যায়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির মুখ্যমন্ত্রীর বাংলো সারাই ঘিরে ওঠা অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন।
দিল্লির (Delhi) উপরাজ্যপাল বিকে সাক্সেনার কাছে অভিযোগ জমা পড়ে যে বাংলো সারাইয়ে ৫৩ কোটি খরচ দেখানো হলেও বাস্তবে ব্যয় হয় এর অর্ধেক অর্থ। বাকি টাকা লোপাট করা হয়েছে। ভুয়ো বিল দেখিয়ে বাকি টাকা সরকারি তহবিল থেকে তুলে নেওয়া হয়েছে। এছাড়া দেশে পাওয়া যায় এমন কিছু বাতি সিঙ্গাপুর থেকে বেআইনিভাবে আমদানি করা হয় মুখ্যমন্ত্রীর বাংলোর জন্য।
উপরাজ্যপাল অভিযোগ খতিয়ে দেখে সিবিআই তদন্তের সুপারিশ করে প্রধানমন্ত্রীর দফতরে ফাইল পাঠান। সরকারি সূত্রের খবর, এই ধরনের মামলায় বিশেষ করে মুখ্যমন্ত্রীর মতো রাজনীতিকের নাম যুক্ত থাকা অভিযোগের ক্ষেত্রে গোটা বিষয়টি প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর অফিস বুধবার সিবিআই তদন্তে সায় দিয়েছে।
কেজরিওয়ালের দল আম আদমি পার্টি আগেই বাংলো বিতর্ককে রাজনৈতিক মামলা বলে পাল্টা প্রচারে নামে। বিজেপি প্রশ্ন তোলে আম আদমির মুখ্যমন্ত্রীর বাংলো সারাতে কী করে ৫৩ কোটি টাকা খরচ হয়। কেজরিওয়াল আম আদমির আমীর নেতা বলেও কটাক্ষ করে পদ্ম শিবির। পাল্টা আপ বলে প্রধানমন্ত্রীর দিল্লির (Delhi) বাংলো সারাই করতে চারশো কোটি খরচ হয়েছে। কেজরিওয়ালের পার্টির আরও দাবি, মুখ্যমন্ত্রীর বাংলো সারাই নয়, পুরো ভেঙে নতুন করে গড়া হয়েছে। আজকের দিনে ভিভিআইপি বাংলো তৈরিতে ৫৩ কোটি খরচ মোটেই বিরাট অঙ্ক নয়।
আরও পড়ুন: গোটা মণিপুরকে ‘উপদ্রুত’ ঘোষণা, জারি হল বির্তর্কিত সেনা আইন