শেষ আপডেট: 23rd February 2022 11:49
দ্য ওয়াল ব্যুরো: বিতর্কের ধার দিয়েই গেলেন না রোহিত শর্মা। এইপ্রথম শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দলের অধিনায়কত্ব করবেন হিটম্যান। বৃহস্পতিবার অবশ্য ভারতীয় দল প্রথম টি ২০ ম্যাচ খেলতে নামবে লখনউতে। তার আগে প্রচার মাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়ে বিতর্ককে এড়িয়ে গিয়েছেন রোহিত। ঋদ্ধিমান সাহার বাদ পড়া নিয়ে তুমুল আলোচনা চলছে ভারতীয় ক্রিকেটে। বাংলার এই নামী তারকা প্রসঙ্গক্রমে টেনেছেন কোচ রাহুল দ্রাবিড়ের কথা। কোচ যে তাঁকে অবসর নিতে বলেছিলেন, সেটিও জানান ঋদ্ধি। পাশাপাশি, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ যে তাঁকে মোবাইলে মেসেজ পাঠিয়ে নির্ভয় দিয়েছিলেন, তাও জানান শিলিগুড়ির ক্রিকেটার। এমনকি এক সর্বভারতীয় সাংবাদিক যে তাঁকে মোবাইলে বার্তা পাঠিয়ে হুমকি দিয়েছিলেন, সেটিও প্রকাশ্যে বলেছেন ঋদ্ধি। তিনি অবশ্য নাম করেননি ওই সাংবাদিকের। এতকিছুর পরেও রোহিত ওই বিতর্কে প্রবেশই করতে চাননি। ঋদ্ধিমান প্রসঙ্গে কোনও কথাই বলেননি ভারতের নতুন টেস্ট দলনায়ক। বরং রাহানে, পূজারার নাম না নিয়ে বলেছেন, আমি একটা কথাই বলব, দলের সিনিয়র হোক কিংবা জুনিয়র, তাঁরা যেন রঞ্জি খেলে। রোহিত শর্মা বলেছেন, “আমি ক্রিকেটারদের বলতে পারি, রান করে যাও। সুযোগ ঠিক আসবে। যেমন সুযোগ এসেছিল, হনুমা বিহারি, শ্রেয়স আইয়ার, শুভমন গিলদের সামনে। এখন ওরা বর্তমান দলের সদস্য। জুনিয়রদের বলব, রান করে যাও, আর মাথায় রাখ, নিজেদের কাজটি ঠিকঠাক করে যেতে হবে।’’ তিনি আরও জানান, ‘‘কবে সেই সুযোগ আসবে সেটা নিয়ে ভাবতে হবে না। দল নির্বাচনের সময় অনেক কিছু মাথায় রাখতে হয়, কোথায় খেলা হচ্ছে, পরিস্থিতি কেমন, প্রতিপক্ষ কে ইত্যাদি। আপাতত শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ম্যাচের টেস্ট দল ঘোষণা করা হয়েছে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট দল বাছতে হবে। সেটা নিয়ে আমরা পরে চিন্তাভাবনা করব।’’