শেষ আপডেট: 31st May 2022 07:48
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে ফের আক্রান্ত সংখ্যালঘু (Kashmir)। এক শিক্ষিকাকে গুলি করে খুন করল জঙ্গিরা। তিনি হিন্দু ছিলেন। কাশ্মীরের কুলগম জেলায় এদিন ওই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি করে কিছু জঙ্গি। গুলির আঘাতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: পেট্রল পাম্পে পুলিশের দেহ উদ্ধার, মৃত এএসআইয়ের বাড়ি হাওড়ায়
মৃত ওই শিক্ষিকার নাম রজনী ভাল্লা। কুলগমেই থাকতেন তিনি (Kashmir)। পুলিশ জানিয়েছে, জঙ্গিরাই এই হামলা চালিয়েছে ওই শিক্ষিকার উপর। খুব শিগগিরই অপরাধীদের শনাক্ত করে শাস্তি দেওয়া হবে।
কুলগমের গোপালপোড়া এলাকায় একটি হাইস্কুলের সামনেই এই ঘটনা ঘটেছে। ওই স্কুলেই পড়াতেন রজনী ভাল্লা। স্কুলের সামনেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঝাঁঝরা হয়ে যান রজনী। কাশ্মীরে হিন্দুরা সংখ্যালঘু, জঙ্গিরা সেই ধর্মীয় কারণেই রজনীর উপর আক্রমণ চালিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে জম্মু কাশ্মীর পুলিশ।