শেষ আপডেট: 6th September 2023 10:50
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় এমনিতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। তারমধ্যেই সোমবার ফের এক ছাত্র মৃত্যুর ঘটনা ঘটল খাস কলকাতায়। কসবার একটি স্কুলের ৫ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে দশম শ্রেণির এক ছাত্রের (Kasba student death)। পরিবারের অভিযোগ, স্কুলের মধ্যে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাদের ছেলেকে।
কীভাবে ওই ছাত্রের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। উঠছে অনেক প্রশ্ন। কীভাবে সকলের অলক্ষ্যে ৫ তলায় গেল সে? মৃতের পরিবারের দাবি, ছেলের শরীরের একটাও হাড় ভাঙেনি। কান ও মুখে ছিল রক্তের চিহ্ন। মৃতের বাবার প্রশ্ন, ৫ তলা থেকে নীচে পড়ার পরেও কীভাবে হাড় না ভাঙা সম্ভব? ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন মৃত ছাত্রের বাবা।
শুধু প্রজেক্ট না নিয়ে আসার কারণেই রাগ, নাকি এর পিছনে অন্য কারণ আছে? মৃতের বাবার অভিযোগ, 'আমার ওপর অন্য এক কারণে স্কুল কর্তৃপক্ষের রাগ ছিল। করোনা পর্বে স্কুলের বেতন কমানো নিয়ে সোচ্চার হয়েছিলাম। অভিভাবকদের একত্রিত করে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। শেষ পর্যন্ত অভিভাবকদের চাপে ৩৩ শতাংশ বেতন কমাতে বাধ্য হয়েছিল স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এই ঘটনার পর আমাকে হুমকি দেওয়া হয়েছিল। তখনই ভেবেছিলাম আমার ছেলের ক্ষতি করবে স্কুল কর্তৃপক্ষ।'
এরপরই তিনি যোগ করেন, 'আমার মনে হয় আমার ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে ওরা।'
যদিও এই ব্যাপারে স্কুলের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।
যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার পর এমনিতেই তেতে আছে শহর কলকাতা। তারমধ্যেই এই ঘটনা সামনে এল। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ জানা যাবে।