শেষ আপডেট: 18th September 2023 09:37
দ্য ওয়াল ব্যুরো: কসবার সিলভার পয়েন্ট হাই স্কুলের (Silver Point High School) ছাদ থেকে পড়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যুর (Kasba student death) ঘটনায় এবার হাইকোর্টে মামলা দায়ের হল। মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, বারবার চাওয়া সত্ত্বেও পুলিশ ঘটনার দিনের সিসিটিভি ফুটেজের সমস্তটা প্রকাশ করছে না। এমনকী, ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হচ্ছে না পরিবারের হাতে।
সেই ঘটনাতেই এবার স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশের দিকেও অভিযোগের আঙুল তুলল মৃত ছাত্রের পরিবার। তাঁদের দাবি, ঘটনার দিনের সঠিক সিসিটিভি ফুটেজ পুলিশ পরিবারকে দিচ্ছে না। মাত্র ১০ মিনিটের একটি সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে, সেখানে যে ঘরে শেষ বার ওই ছাত্রকে ঢুকতে দেখা গিয়েছিল সেই ঘরের কোনও ফুটেজ নেই। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার জন্য পুলিশের কাছে বারবার বলেও লাভ হচ্ছে না বলে দাবি করেছেন তাঁরা। মৃতের বাবার দাবি, ওই রিপোর্ট পাওয়ার অধিকার রয়েছে তাঁদের।
তাছাড়া, এমন ঘটনায় ইনকোয়েস্ট বা সুরতহাল হওয়ার কথা ঘটনার পরেই। কিন্তু এক্ষেত্রে ছাত্র মৃত্যুর পরের দিন তা করা হয়েছে, তাই পুলিশের ভূমিকা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। পরিবারের দাবি দ্বিতীয় বার ময়নাতদন্ত এবং নতুন করে ইনকোয়েস্ট করা হোক। সেই দাবিতেই কলকাতা হাইকোর্টের (Calcutta high court) দ্বারস্থ হয়েছেন তাঁরা।
আগামী মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি হবে।
কসবার ‘অভিশপ্ত’ স্কুল খুলুক আবার, দাবি মৃত পড়ুয়ার বাবার! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান অভিভাবকরা