শেষ আপডেট: 15th September 2022 07:55
দ্য ওয়াল ব্যুরো: নাবালিকা (Minor) ছাত্রীদের (students) লাগাতার যৌন হেনস্থা (Sexual harassment) করে আসছিল খোদ প্রিন্সিপ্যাল (principal)! তবে সে একা নয়, এই কুকর্মে তাকে সঙ্গ দিয়ে আসছিল স্কুলেরই কম্পিউটার অপারেটর (Computer operator)। তাদের যৌথ অপকর্মের জেরে এক ছাত্রী আত্মহত্যার (suicide) চেষ্টা করে। তারপরেই সামনে আসে পুরো ঘটনা। ইতিমধ্যেই গ্রেফতার (arrested) করা হয়েছে দুই অভিযুক্তকে।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কালাবুরাগী জেলার একটি সরকারি আবাসিক স্কুলে। অভিযুক্ত প্রিন্সিপ্যালের নাম চেতন রেড্ডি। কম্পিউটার অপারেটরের নাম সঙ্গমেশ। জানা গেছে, অন্তত ১০ জন ছাত্রীকে যৌন হেনস্থা করেছে দুই অভিযুক্ত। দীর্ঘদিন ধরেই তারা ছাত্রীদের খারাপভাবে স্পর্শ করে আসছিল বলে জানিয়েছে স্কুলটির পড়ুয়ারা। সেসব কথা কাউকে জানালে স্কুল থেকে বহিষ্কারের হুমকিও দেওয়া হত তাদের, দাবি ছাত্রীদের।
কিছুদিন আগেই চেতন ও সঙ্গমেশের কাছে যৌন হেনস্থার শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করে এই ছাত্রী। তারপরেই সামনে আসে পুরো ঘটনা। দুই অভিযুক্তের উপর চড়াও হন অভিভাবকরা। তারপরেই জানা যায়, এযাবৎ অন্তত ১০ জন ছাত্রী তাদের অপকর্মের শিকার হয়েছে।
মঙ্গলবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। স্কুলের আবাসিক ছাত্রীদের আপাতত পুলিশি প্রহরায় ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসে নিয়ে যাওয়া হয়েছে। স্কুলটিতে ইতিমধ্যেই অন্য একজনকে প্রিন্সিপ্যাল পদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তৃণমূল-বিজেপি পোস্টার যুদ্ধ বিধানসভায়, বহুদিন পর জমজমাট রাজনীতি