Kanchan Mallick Exclusive Interview
শেষ আপডেট: 14th February 2025 21:16
ভালবাসার জন্য কাঙালপনা আমার গেল না এ জীবনে/ আমার গেল না কাঙালপনা এ জীবনে ভালবাসার জন্য...
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। টলিপাড়ায় তাঁদের নিয়ে আলোচনার শেষ নেই। এই আলোচনা উপভোগ করেন তাঁরা। কটাক্ষে কান দেওয়ার অবকাশ কোথায়? দুই থেকে তিন হয়েছেন সদ্য। এই প্রেমদিবসে আবার বিয়ের এক বছরও পার করলেন তাঁরা। কেমন কাটল এক বছরের দাম্পত্য? অকপট শ্রীময়ী। বললেন, 'কাঞ্চন আমাকে গড়েছে। ওর হাতের কাজ খুব ভাল'। ওদিকে বিধায়ক তখন লজ্জায় লাল। সুন্দরী স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। সাংসারিক সেই মুহূর্তের সাক্ষী ছিল দ্য ওয়াল।
রইল ভিডিয়ো