শেষ আপডেট: 30th October 2024 00:09
দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রায় প্রতিটি পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়েই অন্যতম চাহিদার বিষয় আইন বা ল’ কোর্স। সেই কথা মাথায় রেখেই কল্যাণী বিশ্ববিদ্যালয় শুরু করল স্নাতকোত্তরে ল’ কোর্স।
বিশ্ববিদ্যালয় অনুমোদিত চারটি কলেজের স্নাতক স্তরে পড়ানো হলেও এতদিন ল’-তে স্নাতকোত্তর পড়ার সুযোগ ছিল না। বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ল’ চালু করে উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া জানান, 'প্রতি বছর প্রায় পাঁচশো ছাত্রছাত্রী আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ল’ কোর্সে স্নাতক হয়। এমএ খোলায় তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ হল।
আশার কথা, পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস, লিগাল সার্ভিস ও বিভিন্ন কর্পোরেট ল’-এর চাকরির প্রতিযোগিতায় এখান থেকে পাশ করা ছাত্রছাত্রীরাঅংশ নিতে পারবে।'
জানা গেল, বিশ্ববিদ্যালয়ের জীবনব্যাপী শিক্ষা ও সম্প্রসারণ বিভাগ ল’ কোর্সটি পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই স্নাতকোত্তরে ল’ পড়ানোর পরিকাঠামো হিসেবে পর্যাপ্ত বই, কম্পিউটার ল্যাব ইত্যাদির ব্যবস্থা করেছে। জীবনব্যাপী শিক্ষা ও সম্প্রসারণ বিভাগের প্রধান অধ্যাপক প্রসেনজিৎ দেব জানালেন, 'দু বছরের এই কোর্সে রয়েছে চারটি বিশেষ পত্র। যেমন— ক্রিমিনাল ল’, কর্পোরেট ল’, কনস্টিটিউশন্যাল ল’ ও পাবলিক ইন্টারন্যাশনাল ল’।
পড়াবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপকবৃন্দ। এখান থেকে পাশ করা ছাত্রছাত্রীরা ইউজিসি নেট পরীক্ষায় বসার পাশাপাশি গবেষণা করার সুযোগ পাবে। তা ছাড়া সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষায় অংশ নিতে পারবে।
মঙ্গলবার প্রথম দিন ল’ ক্লাসের সূচনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সুখেন বিশ্বাস। ছাত্রছাত্রীদের গোলাপ ও কলমে সম্বর্ধনা জানিয়ে তিনি জানালেন, 'বিশ্ববিদ্যালয়ের আবেদনে চলতি বছরেই পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা বিভাগ সেলফ ফিনান্সড কোর্স হিসেবে এই কোর্সটির অনুমোদন দিয়েছে। দুই বছরের কোর্স। চারটি সেমিস্টার পড়তে প্রত্যেক পড়ুয়ার খরচ হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা। কুড়িটি আসন দিয়ে আজ শুরু হল প্রথম সেমেস্টারের ক্লাস।'