শেষ আপডেট: 26th October 2024 00:19
দ্য ওয়াল ব্যুরো: নিজ ভূমে পরবাসী!
কল্যাণী মেডিক্যালের প্রাক্তনী ছিলেন আরজি করের নির্যাতিতা ডাক্তারি ছাত্রী। তাঁর বিচারের দাবিতে আগামী ২৬ অক্টোবর কল্যাণী মেডিক্যালে কনভেনশনের ডাক দিয়েছিল কলেজের রেসিডেন্ট ডক্টর্স সংগঠন। মিলেছিল প্রয়োজনীয় অনুমতিও।
তবে একেবারে শেষ মুহূর্তে কলেজ কর্তৃপক্ষর তরফে উদ্যোক্তাদের জানানো হয়েছে, কনভেনশনের অনুমতি বাতিল করা হয়েছে। যা নিয়ে শোরগোল তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে কর্তৃপক্ষর ভূমিকা নিয়ে।
কেন? এ ব্যাপারে কল্যাণী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে কল্যাণী মেডিক্যালের রেসিডেন্ট ডক্টর্স সংগঠনের দাবি, দানাকে কেন্দ্র করে তৈরি হওয়া দুর্যোগের জন্যই কনভেনশন বাতিলের কথা জানানো হয়েছে। বলা হয়েছে, এমন পরিস্থিতিতে কনভেনশন হলে নাকি অডিটোরিয়ামে বিদ্যুৎ সংক্রান্ত দুর্ঘটনা ঘটে যেতে পারে।
রেসিডেন্ট ডক্টর্সরা মনে করছেন, সরকারের রোষ থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের জুনিয়র ডাক্তার অর্জুন দাশগুপ্ত বলেন, "ঘূর্ণিঝড় দানা চলে গেছে, অথচ সেই কারণ দেখিয়ে কনভেনশন বাতিল করা হল। এটা হাস্যকর ছাড়া আর কী বা বলা যেতে পারে!"
ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি উদ্যোক্তারা প্রথমে ঠিক করেছিলেন, একই সময়ে কল্যাণীর অন্য কোথাও এই গণ কনভেনশন করবেন। তবে পরে সংগঠননের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত ওই কনভেনশন স্থগিত রাখা হচ্ছে।
প্রসঙ্গত, কল্যাণী মেডিক্যাল কলেজ থেকেই এমবিবিএস পাস করেছিলেন আর জি কর মেডিক্যালের নির্যাতিতা ডাক্তারি চিকিৎসক। সেখান থেকে আরজি কর মেডিক্যাল কলেজে এমডি করতে যান তিনি। গত ৮ অগস্ট রাতে আরজি করে নিজের কর্মস্থলে ধর্ষণ-খুনের শিকার হন তিনি। যার প্রতিবাদে বিচার চেয়ে এখনও আন্দোন সংগঠিত হচ্ছে।
প্রাক্তনীর স্মরণে কল্যাণী মেডিক্যালের পড়ুয়ারাও গণ কনভেনশনের আয়োজন করেছিলেন। অনুমতি দেওয়ার পরও মাত্র ২৪ ঘণ্টা আগে তা বাতিল করে দেওয়ায় প্রশ্নের মুখে কর্তৃপক্ষের ভূমিকা।