শেষ আপডেট: 16th April 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের (Murshidabad Incident) অশান্ত এলাকায় যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার মামলাটি গ্রহণও করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে দিনের শেষে শুভেন্দুর আর্জির বিষয়ে কোনও পদক্ষেপ করল না সিঙ্গল বেঞ্চ
আদালত সূত্রের খবর, মুর্শিদাবাদের পরিস্থিতির বর্ণনা করে শুভেন্দুর সফরের তীব্র বিরোধিতা করেন তৃণমূল সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। আদালতে কল্যাণ বলেন, প্রধান বিচারপতির ঘরে মামলাটি রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ওই মামলার শুনানি হওয়ার কথা।
এরপরই সিঙ্গল বেঞ্চের বিচারপতি জানিয়ে দেয়, তিনি এই মামলায় কোনও হস্তক্ষেপ করবেন না। মুর্শিদাবাদ সফরের বিষয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশের অপেক্ষায় থাকতে হবে বিরোধী দলনেতাকে।
ওয়াকফ ইস্যুতে (Waqf Bill) সম্প্রতি হিংসার পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদে (Murshidabad)। ঘরবাড়ি লুটপাটের পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে। ওই ঘটনায় বুধবার একাধিক মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। তার মধ্যে একটি মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতার আইনজীবী।
বিরোধী দলনেতার অভিযোগ, গত ১৩ এপ্রিল পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও পুলিশ অনুমতি দেয়নি। আদালতে শুভেন্দুর আইনজীবী বলেন, "পুলিশ অন্য রাজনৈতিক দলের নেতাদের হিংসা এলাকায় যেতে অনুমতি দিচ্ছে। কিন্তু বিজেপির ক্ষেত্রেই পুলিশের যত আপত্তি।"
পাল্টা হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি থেকে মোথাবাড়ির প্রসঙ্গ টেনে আদালতে বলেন, মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ওখানে এই মুহূর্তে যদি বিরোধী দলনেতা যান তাতে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে।
আদালতে কল্যাণ এও বলেন, পুলিশ কেন্দ্রীয় বাহিনী যেখানে মানুষের কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করছে, সেখানে অযযা উত্তেজনার পরিবেশ তৈরি করা ঠিক নয়।
প্রধান বিচারপতির এজলাসে মামলাটি রয়েছে বলেও আদালতকে জানান তিনি। এরপরই শুভেন্দুর আর্জির বিষয়ে কোনও পদক্ষেপ না করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশের ওপর পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন বিচারপতি।