শেষ আপডেট: 10th December 2023 16:22
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য-রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে এখন গীতা পাঠ। ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানের কথা আগেই ঘোষণা করেছিল বিজেপি। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী ২৪ ডিসেম্বর সেই অনুষ্ঠানের আগেই রবিবার শ্রীরামপুরে সহস্র কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান সম্পন্ন হল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও আরও অনেকে।
মাহেশের জগন্নাথ মন্দিরে রবিবার বিশ্বশান্তি যজ্ঞ ও দুই হাজার কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন জেলা থেকে মানুষের সমাগম হয়েছিল এই অনুষ্ঠানে। সকালে প্রথমে বিশ্বশান্তি যজ্ঞ হয়, তারপরই শুরু হয় গীতাপাঠের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে গীতাপাঠ করতে দেখা যায় কল্যাণকে। এছাড়াও অনুষ্ঠানে এসেছিলেন স্থানীয় বিধায়ক সুদীপ্ত রায়, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, জেলাশাসক সহ অনেকে।
কল্যাণ বলেন, 'এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত ছিলেন। আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গ সফরে আছেন। তাই আমি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এখানে এসেছিলাম।' তবে এই গীতাপাঠের অনুষ্ঠানের সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই বলেই জানান কল্যাণ।
মাহেশের যজ্ঞে আমন্ত্রিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় pic.twitter.com/cCFG9AmNvb
— The Wall (@TheWallTweets) December 10, 2023
ব্রিগেডে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। সেই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, 'মাহেশের অনুষ্ঠান নতুন নয়, তারা নতুন করে করেছে। হিন্দু ধর্ম বিজেপির কোন পৈত্তিক সম্পত্তি নয়। বিজেপির ক'টা লোক হনুমান চল্লিশা পরে বলুন? আমি নিজে চাঁপদানিতে হনুমানজির মন্দির তৈরি করে দিয়েছে। আমাদের দেখাতে হয় না, ওদের দেখাতে হয়।'
মন্দিরের পুজোর আয়োজনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় pic.twitter.com/f8f3P2ejMI
— The Wall (@TheWallTweets) December 10, 2023
মাহেশের জগন্নাথ মন্দিরে এই গীতাপাঠের অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পদ্ম শিবিরের বক্তব্য, কোনও বিজেপি নেতাকে নাকি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতি কলকাতার বুকে লক্ষ কণ্ঠে গীতাপাঠ হওয়ার কথা রয়েছে। তার প্রস্তুতিও চলছে। এখন হঠাৎ করে তৃণমূলের নেতা মন্ত্রীদের গীতা প্রেম জেগে উঠেছে। আসলে ওরা এখন চাপে পড়ে করছেন। ভোট ব্যাঙ্ক হারিয়ে যাওয়ার ভয়েই এসব করছেন।'
এদিনের গীতা পাঠে অংশ নিতে দেখা যায় বিজেপির হুগলি জেলা প্রাক্তন সভাপতি তথা হাওড়া জেলা পরিদর্শক সুবীর নাগকে। তিনি বলেন, 'ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে হুগলি জেলা আহ্বায়ক আমি। সেই কার্যক্রমকে সফল করতে বিভিন্ন মন্দিরে গীতা পাঠ চলছে। মাহেশ মন্দিরের সেবাইত পিয়াল আমার বন্ধু সম। এই গীতা পাঠও লক্ষ গীতা পাঠের প্রস্তুতি। ধর্মীয় অনুষ্ঠানে যে কেউ আসতে পারে।' মাহেশ মন্দিরের পিয়াল অধিকারী বলেন, 'মাহেশ ৬২৭ বছরের প্রাচীন। মাহেশ যেটা করে সেটা স্বতন্ত্র। ব্রিগেডের লক্ষ কন্ঠে গীতা পাঠের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। ব্রিগেডে আমন্ত্রণ পেলে অবশ্যই যাব।'