শেষ আপডেট: 11th October 2024 09:38
দ্য ওয়াল ব্যুরো: ফের মা দুর্গার সামনে হাউ হাউ করে কেঁদে ভাসালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগেও এই দৃশ্যের সাক্ষী ছিলেন রাজ্যবাসী। গত বছরও নিজের পাড়ার পুজোয় ঠাকুরের সামনে দাঁড়িয়ে এভাবে কাঁদতে দেখা গিয়েছিল তাঁকে। এবারের পুজোতেও সেই একই ছবি সামনে এলো।
মন্ত্রপাঠ করতে করতেই প্রতিমার মুখের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদতে দেখা গেল তাঁকে। এই ঘটনার ছবি ধরা পড়ল হুগলির শ্রীরামপুর ৫ ও ৬ এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোয়। এই পুজোতে প্রতিবছরই উপস্থিত থাকেন কল্যাণ। পুজোর সময় ঠাকুরের দিকে তাকিয়ে কাঁদতে দেখা যায় তাঁকে।
সন্ধি পুজোর আরতি শেষে এদিন মা মা করে কেঁদে ভাসালেন কল্যাণ। তৃণমূল সাংসদ প্রতি বছরই জমকালো পুজো করেন শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আরএমএস মাঠে। সাবেকি প্রতিমা আর লন্ডনের স্বামী নারায়ন মন্দিরের আদলে মন্ডপ তৈরী হয়েছে এবার। যা দেখতে প্রতিদিনই দর্শনার্থীদের ঢল নামছে।
এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত কল্যাণ। দক্ষ আইনজীবীও বটে। কথায় কথায় বিরোধীদের বিদ্ধ করেন। কিন্তু, এই দুর্গাপুজোর সময় ঠাকুরের সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায় তাঁকে। গতবছরও এই একই ছবি দেখা গিয়েছিল। এবারও তার অন্যথা হল না। ঠাকুরের সামনে দাঁড়িয়ে তাঁর দু'চোখ বেয়ে জলের ধারা নামতে শুরু করে। তাঁর কান্নার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
তবে এলাকার দাপুটে নেতাকে এভাবে মায়ের কাছে কাঁদতে দেখে অবাক হয়ে যান অনেকেই। যদিও এটা প্রথমবার না হওয়ায় কিছুটা হলেও অভ্যস্ত হয়ে গিয়েছেন তাঁর অনুগামীদের অনেকেই। সংস্কৃত মন্ত্রোচ্চারণ করতে করতেই আবেগে ভাসেন তিনি। মায়ের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। আগেও তাঁকে এই একই ভাবে কাঁদতে দেখা গিয়েছিল।
তিথি অনুযায়ী শুক্রবার খুব ভোরে অষ্টমী পুজোর হয়। তারপরই হয় সন্ধি পুজো। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই পুজোই মহাপুজো। আর সেই পুজো শেষে আরতি করার সময় কাঁদলেন কল্যাণ।