শেষ আপডেট: 7th November 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে থ্রেট কালচারের পাল্টা অভিযোগ এনেছিল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। এবার এ বিষয়ে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
থ্রেট কালচার নিয়ে আগামীকাল শুক্রবার কোর্টে যাচ্ছেন জানিয়ে কল্যাণ বলেন, "থ্রেড কালচার নিয়ে কার কত অভিযোগ কাল দেখাব। সব সামনে আসবে।" এই প্রসঙ্গে জুনিয়র ডাক্তারদের (ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের) উদ্দেশে এও বলেন, "ওদের আরও চাই, আরও চাই, ওদের খিদে মিটবে না।"
প্রসঙ্গত, সম্প্রতি নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে থ্রেট কালচারের অভিযোগ এনেছিলেন আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা।
সম্প্রতি তাঁদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনে 'বিচার পেতে'
একই সঙ্গে এদিন ডোনাল্ড ট্রাম্প থেকে মিঠনু চক্রবর্তীর প্রসঙ্গও টেনে এনেছেন কল্যাণ। তৃণমূলের আইনজীবী-সাংসদ বলেন, "আমেরিকার মানুষরা যত শিক্ষিতই হোক না কেন, লিঙ্গ বৈষম্য যে রয়েছে তা স্পষ্ট। এদিক থেকে বাংলা অনেক এগিয়ে।" একই সঙ্গে ট্রাম্পের প্রশংসা করে কল্যাণ বলেন, "ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করে দিয়েছে রাজনীতিতে বয়স কোন ফ্যাক্টর নয়।"
মিঠুন সম্পর্কে কল্যাণের খোঁচা, "মিঠুন চক্রবর্তীকে অভিনেতা হিসাবে আমি অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে মিঠুন ঢোঁড়া সাপ। রাজনৈতিক নেতা হিসাবে মানুষের পাশে থাকতে হয়, মিঠুন চক্রবর্তীর সেই পারফরম্যান্স নেই।"