সুজয়কৃষ্ণ ভদ্র।
শেষ আপডেট: 18th February 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো: সিবিআইয়ের মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। মঙ্গলবার সিবিআইয়ের মামলাতেও জামিন মঞ্জুর হল তাঁর। মানসিক অবসাদ ও স্বাস্থ্যজনিত কারণেই তাঁর জামিন মঞ্জুর করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আগামী ৩১ মার্চ পর্যন্ত মেয়াদ এই অন্তর্বর্তীকালীন জামিনের।
জানা গেছে, জামিন পেলেও এখন বেহালার বাড়ি থেকে বেরোতে পারবে না কাকু। সেই সঙ্গে, সিবিআই তদন্তকারী আধিকারিকদের দুটি মোবাইল ফোনের নম্বর দিতে হবে তাঁকে। চিকিৎসক এবং আইনজীবী ছাড়া তাঁর বাড়িতে অন্য কেউ ঢুকতেও পারবেন না।
এদিন আদালতে সুজয়কৃষ্ণর আইনজীবী তাঁর মেডিক্যাল রিপোর্ট জমা করেন। রিপোর্ট দেখে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। সে সময়েই সুজয়কৃষ্ণর আইনজীবী বলেন, তাঁর মক্কেলের অ্যানজিওপ্লাস্টি করার প্রয়োজন আছে। এর মধ্যে যদি সুজয়বাবুর মৃত্যু হয়, তাহলে দায় কে নেবে বলেও প্রশ্ন তোলেন তিনি।
সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরে সুজয়বাবুর অসুস্থতার কারণে, মানবিক দৃষ্টিভঙ্গিতে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করার কথা জানায় আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২০ মার্চ। সিবিআই এবং মামলাকারী স্টেটাস রিপোর্ট জমা দেবে ওই দিন।
মূলত স্বাস্থ্য সংক্রান্ত কারণ দেখিয়ে সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিনের আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ। সিবিআই আগেই জানিয়েছিল, ১৮ ফেব্রুয়ারির মধ্যে তারা রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করছে। সেই রিপোর্ট দেখেই কালীঘাটের কাকু জামিন পাওয়ার যোগ্য কি না, তা বিবেচনা করা হবে বলে জানিয়েছিল আদালত। অবশেষে জামিন মিলল।
এদিকে, কালীঘাটের কাকুর পর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অপর অভিযুক্ত কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করতে চেয়েছে সিবিআই। সেই আবেদনে অনুমতিও দিয়েছে আদালত। এই সপ্তাহেই কুন্তলের কণ্ঠস্বর রেকর্ড করতে পারে সিবিআই।
নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন ধরেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। ইডি ও সিবিআইয়ের দুই মামলাতেই জামিন পেয়েছেন কুন্তল ঘোষ। দীর্ঘ টানাপড়েনের পর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়েছে সিবিআই। অনুমান, কুন্তল ও কালীঘাটের কাকুর মধ্যে কথা হওয়ার প্রমাণ রয়েছে। সেই কারণে, কুন্তলেরও কণ্ঠস্বর পরীক্ষা করে দেখার দরকার রয়েছে। তবেই গতি পাবে তদন্ত প্রক্রিয়া।