Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা বাবার টাকায় গাড়ি, সোশ্যাল মিডিয়ায় নিজের বড়াই! 'বড়লোকি' দেখাতে গিয়ে ফাঁস যুবকের কীর্তিট্রাম্পের নয়া শুল্কনীতিতে ভারতের ওষুধ ও কপার রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, ডেডলাইন ১ অগাস্ট Bharat Bandh: জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, সকাল থেকে শুরু পুলিশের ধরপাকড়, ধস্তাধস্তি-বচসা
Mamata Banerjee

কালীঘাটের স্কাই ওয়াক থেকে মিলেনিয়াম পার্কে ই-ভেসেল পরিষেবা, কবে উদ্বোধন? জানালেন মমতা

এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের দিনক্ষণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কালীঘাটের স্কাই ওয়াক থেকে মিলেনিয়াম পার্কে ই-ভেসেল পরিষেবা, কবে উদ্বোধন? জানালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 26 December 2024 13:02

দ্য ওয়াল ব্যুরো: প্রতীক্ষার অবসান হতে চলেছে। কালীঘাটের স্কাই ওয়াকের উদ্বোধন কবে, দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে এও জানালেন, বছরের শুরুতেই মিলেনিয়াম পার্ক থেকে মিলবে ই-ভেসেল পরিষেবা। এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের দিনক্ষণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান,  ৮ জানুয়ারি মিলেনিয়াম পার্কের ওখানে ই-ভেসেল পরিষেবার শুভ সূচনা হবে। কালীঘাট স্কাই ওয়াকের কাজ শেষ হয়ে গেলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন করে দেব। আইটিসি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স হাব করতে চাইছে। ওদের প্রজেক্ট রেডি আছে। ওটারও উদ্বোধন হবে শীঘ্রই। 

জানুয়ারি ১৪ ও ১৫ তারিখ গঙ্গাসাগরে পূণ্যস্নান রয়েছে। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে সব ধরনের উদ্যোগ নিয়েছে রাজ্য। প্রস্তুতি খতিয়ে দেখতে ৬ তারিখ গঙ্গাসাগরে যাবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সেখানে ভারত সেবাশ্রম, কপিল মুনির আশ্রম-সহ একাধিক জায়গায় যাওয়ার কথা রয়েছে তাঁর। ৮ জানুয়ারি ফিরে মিলেনিয়াম পার্কের উদ্বোধনে যাবেন। ওই দিন একটি মেলার উদ্বোধন করার কথাও রয়েছে মমতার।

পুরীর আদলে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। আগামী ২৯ জানুয়ারি থেকে সেখানে শুরু হবে পুজো পাঠ। ৩০ তারিখ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও জানুয়ারিতে পৌষমেলা থেকে সরস মেলা, কৃষি মেলা, পিঠে পুলির মতো একাধিক মেলার আয়োজন রয়েছে রাজ্যজুড়ে। তারপরই ফেব্রুয়ারির ৫ ও ৬ তারিখ কলকাতায় অনুষ্ঠিত হবে বিশ্ববাণিজ্য সম্মেলন। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "দুর্গাপুজোকে ঘিরে যেমন খুচরো বাজারের এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে তেমনই বড়দিন থেকে গোটা জানুয়ারি মাস, নানা মেলা হয়। প্রচুর মানুষ কেনাকেটা করে, এতে প্রান্তিক মানুষের আয় বাড়ে। মনে রাখবেন, ছোট দোকানদারগুলোও কিন্তু পিলার অফ দ্য ইকোনমি।"


ভিডিও স্টোরি