শেষ আপডেট: 27th October 2024 11:27
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোয় সরকারি অনুদান পাওয়া যায়। এবার কালীপুজোতেও অনুদান দেয়ে দাবি তুলল বেশ কয়েকটি কালীপুজো কমিটি। শুধু তাই নয়, পাশাপাশি তারা বিদ্যুতের বিলে ছাড় দেওয়ারও আবেদন করেছে।
শনিবার কলকাতায় কালীপুজোর উদ্যোক্তাদের নিয়ে একটি সমন্বয় বৈঠকের আয়োজন করেছিল কলকাতা পুলিশ। সেখানেই এমন দাবি তোলে পুজো কমিটিগুলি।
কালীপুজো কমিটিগুলোর মধ্যে অন্যতম নব যুবক সংঘ ওরফে 'ফাটাকেষ্ট'র পুজো। তারই সম্পাদক সুকৃতি দত্ত বলেন, 'বৈঠকে নগরপালের সামনে ছোট পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার আবেদন করেছি আমরা। বিদ্যুতের বিলে যাতে ছাড় পাওয়া যায়, সেই আবেদনও করেছি।'
এ বছর গোটা রাজ্যে দুর্গাপুজোর পুজো কমিটিগুলোকে ৮৫ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। কালীপুজো কমিটিগুলোর দাবি, এই সময় গোটা রাজ্য আলোর উৎসবে মেতে থাকে। বাঙালির প্রাণের উৎসব দীপাবলিও। ছোট কালীপুজো কমিটিগুলো তাহলে কেন বিদ্যুতের বিলে ছাড় পাবে না? এই বক্তব্য সমর্থন করেন অন্য পুজো কমিটির কর্তারা।
কমিটিগুলির দাবি, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বৈঠকে জানান, সরকারের সঙ্গে এই ব্যাপারে তিনি আলোচনা করবেন।
সমন্বয় বৈঠকে মনোজ ভার্মার পাশাপাশি উচ্চপদস্থ পুলিশকর্তা, থানার ওসি, এসিরা ছাড়াও দমকল, সিইএসসি, কলকাতা পুরসভার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কলকাতা পুলিশের তরফে একটি বিবৃতি প্রকাশ করে আগেই বলা হয়েছে, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ীই সবুজ বাজি ফাটাতে হবে। তবে সেটাও নির্দিষ্ট সময় অনুযায়ী। এ কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, নিয়মবিরুদ্ধভাবে বাজি ফাটালে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে ধরা হবে। যদিও তার জন্য কী শাস্তি তা উল্লেখ করা হয়নি।