বুধবার পর্যন্ত আবহাওয়ার বদল হবে না। তবে আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ফাইল ছবি
শেষ আপডেট: 13 May 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো: বুধবার পর্যন্ত আবহাওয়ার বদল হবে না। তবে আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ নির্ধারিত সময়ের আগেই দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। তার জেরে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন ঘটবে।
হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে চলেছে। তবে ঠিক তার পরের দিন থেকেই বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে। শুক্রবার কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। বজ্রপাত, শিলাবৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে।
উত্তরবঙ্গেও অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
এই মুহূর্তে উত্তর-পূর্ব অসমে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ এবং পশ্চিম রাজস্থানে রয়েছে আরও ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। এছাড়া রয়েছে নিম্নচাপ অক্ষরেখার দাপট। বিহার থেকে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। পাশাপাশি আরও একটি অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত। এই কারণেই পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন রাজ্যে এমন আবহাওয়া তৈরি হয়েছে।